নিজের বাড়ি সাজানোর মতো এমন রিয়েলিটি শো বাংলাদেশে এটিই প্রথম। আয়োজকদের শর্তগুলো পূরণ হলে বাড়ির মালিকরা এই শোতে অংশ নিতে পারবেন।
সংশ্লিষ্টরা জানাচ্ছেন, বার্জার হ্যাপি হোম-এ আবেদন করতে অংশগ্রহণকারির নাম, মোবাইল নম্বর, ই-মেইল ও বাড়ির পূর্ণ ঠিকানাসহ, বাসার মাস্টার বেড রুম, ড্রয়িং রুম/লিভিং রুম-এর ৩ কপি ছবি ও বাসার বাহিরের ১ কপি ছবিসহ মোট ৪ কপি ছবি পাঠাতে হবে।
সেইসঙ্গে ৩০০ শব্দের মধ্যে নিজের বাড়িকে সাজাতে চাওয়ার কারণ অথবা নিজের বাড়ির গল্প লিখে পাঠাতে হবে ৩১ অক্টোবর-এর মধ্যে। তবে বাড়িটি ৮০০-১২০০ বর্গফুট-এর মধ্যে নিজস্ব বাড়ি হতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা বার্জার হ্যাপি হোম, বাড়ি # ০৮, রোড # ২৩/সি, গুলশান-১, ঢাকা-১২১২ অথবা ই-মেইল করুন info.bergerhappyhome@gmail.com বিস্তারিত জানতে লগ ইন করুন facebook.com/bergerbd অথবা ফ্রি কল করুন ০৮০০-০১২৩৪৫৬ নম্বরে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা