সাহিত্য ভাবনা ও আলোচনার মাধ্যমে আসামের নাগরিকপঞ্জি (এনআরসি)’র বিরুদ্ধে প্রতিবাদ করেছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়ার বাসিন্দারা।
উদার আকাশ পত্রিকা ও হাওড়া দর্পণে’র উদ্যোগে শনিবার (২৩ নভেম্বর) হাওড়া জেলার বাগনানে এই ভিন্নধর্মী অনুষ্ঠানটি হয়েছে।
এসময় ভারতের আসামের জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি নিয়ে আলোচনায় অংশ নেন স্থানীয় বিধায়ক অরুণাভ সেন, বাগনান ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন দাস।
আরো অংশ নেন বিশিষ্ট শিক্ষাব্রতী আব্দুল মুজিদ, বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক মোশারফ হোসেন, শিক্ষাবিদ ভাস্কর চন্দ্র আদক, প্রবন্ধিক কাজি মাসুম আখতার প্রমুখ।
আরও পড়ুন : কোস্ট গার্ড এর অভিযানে টেকনাফে বিয়ার ও হুইস্কিসহ মায়ানমার নাগরিক আটক
বিদ্যাসাগর ও রোকেয়া বিষয়ে মূল্যবান বক্তব্য পেশ করেন গবেষক প্রাণতোষ বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানের উদ্দেশ্য তুলে ধরেন উদার আকাশ পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ এবং যুগ্ম আহ্বায়ক হাওড়া দর্পণের মুকিবুর রহমান।
কেএফসি ট্রাস্টের পক্ষ থেকে ফারুক আহমেদকে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করা হয়। ট্রাস্টের সভাপতি ওমর ফারুক খান ও বিধায়ক অরুণাভবাবু তাঁর হাতে মানপত্র ও স্মারক তুলে দেন। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন শ্যামল সেন।
এদিন স্বরচিত এবং মনোজ্ঞ কবিতা পাঠ করে অনুষ্ঠানকে বর্ণময় করে তোলেন বিমল কুমার পাল, সৌমেন বিশ্বাস, শেখ মণিরুল হক, ভারতী চক্রবর্তী, নির্মল কর, মোহনলাল কাপড়ী, মধূসুদন নাগ, প্রণবেন্দু বিশ্বাস, সোনা বন্দ্যোপাধ্যায়, সৌরেন্দু শেখর বিশ্বাস প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আমিরুল ইসলাম চৌধুরি।
বাগনান হাইস্কুলে আয়োজিত ওই অনুষ্ঠানে কেএফসি ট্রাস্টের ডাইরেক্টর মুখতার আহমেদ, চেয়ারম্যান সাজ্জাদ হাসান, সম্পাদক রেজাউল খান, সহ সম্পাদক মনজুর আহমেদ, স্কুলের শিক্ষার্থীসহ অনেকে উপস্থিত ছিলেন।
ফেসবুক পেজ :
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা