অনলাইন ডেস্ক
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গত এক মাস ধরে এ পুলিশের নারী বাহিনীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। পাহাড়ি পর্যটনকেন্দ্রগুলোতে রোস্টার অনুযায়ী দায়িত্ব পালন করবে এ বাহিনী। নারী পর্যটকদের যেন কোনো রকম সমস্যায় না পড়তে হয় সেই বিষয়টি নজর রাখবে বাহিনী।
আইজি ডিপি সিং বলেন, পাহাড়ি পর্যটকদের নিরাপত্তার কথা চিন্তা করে জেলা পুলিশের পক্ষ থেকে এ টিম তৈরি করা হয়েছে। পাহাড়ের গুরুত্বপূর্ণ এবং জনবহুল পর্যটনকেন্দ্রগুলো সর্বদাই নজরদারিতে রাখবে এ বাহিনী।
জানা যায়, উত্তরবঙ্গের পর্যটন কেন্দ্রগুলোতে সারা বছরই ভিড় থাকে পর্যটকদের। তবে, ভরা মৌসুমে এ ভিড় কয়েকগুণ বেড়ে যায়। পাহাড়ে পর্যটকরা এসেই মাঝেমধ্যে হেনস্তার শিকার হন। বিশেষ করে নারী পর্যটকরা যাতে পাহাড়ে এসে নিরাপত্তা বোধ করে এবং তাদের মনোবল বাড়ে সেই বিষয়টিকে মাথায় রেখে কাজ করছে দার্জিলিং জেলা পুলিশ। টিমে রয়েছে ৩০ জন নারী পুলিশকর্মী। জানা গেছে, এ টিমের পুলিশকর্মীরা দুটি গ্রুপে ভাগ হয়ে একটি টিম দার্জিলিংয়ে থাকবে অন্য টিম কালিম্পং জেলা থাকবে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা