অনলাইন ডেস্ক
জানা যায়, ভাড়া নিয়ে কথাকাটাকাটির জেরে রাজধানীর শ্যামলী এলাকায় ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শিমুল শিকারিকে মারধর করেন মৌমিতা বাস চালকের সহকারী। অভিযুক্ত বাসের নম্বর ঢাকা-মেট্রো-ব-১১-৮৮৩৫।
আহত শিমুলের বন্ধু আরিফ বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে আসি। প্রথমে শিমুলকে নিউরো সায়েন্স হাসপাতালে নিয়ে যাই। সেখানে সিটিস্ক্যান করানোর পর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পায়ে ব্যান্ডেজ করানো হয়। প্রাথমিক চিকিৎসার পর আমরা এখন মোহাম্মদপুর থানায় আছি। থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।’
এ বিষয়ে ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার বলেন, বাসের সহকারী কর্তৃক ঢাকা কলেজের শিক্ষার্থীকে মারধরের ঘটনা খুবই দুঃখজনক এবং উদ্বেগের। এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে থাকে। আমরা এর আগেও থানায় বাসমালিকদের সঙ্গে বৈঠক করেছিলাম এবং সেখানে বাসচালক বা সহকারীর আচরণ কেমন হবে সে বিষয়ে ইন হাউজ ট্রেনিংয়ের ব্যবস্থা করতে বলেছিলাম। তা করলে এসব সমস্যার সমাধান হতো। কলেজের গলিতে বাস আটকের বিষয়টি আমার জানা নেই; বিষয়টি দেখছি।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা