বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুই ট্রেনের সংঘর্ষের ঘটনা সরকারের বড় ধরনের ব্যর্থতা। এটা যে সরকারের কত বড় ধরনের প্রশাসনিক ব্যর্থতা, তা বলার অপেক্ষা রাখে না। অনির্বাচিত এ সরকারের বিদায় হওয়া দরকার।
মঙ্গলবার (১২ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের নতুন কমিটি গঠন উপলক্ষে সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সমাধিতে যান আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আমীর খসরু মাহমুদ ট্রেন দুর্ঘটনা প্রসঙ্গে বলেন, যেখানে সরকার ও সংসদ অবৈধ, জনগণের প্রতি যাদের কোনো দায়বদ্ধতা নেই, সেখানে একজন মন্ত্রীর পদত্যাগ দাবি করে লাভ নেই। এখানে সরকারের পদত্যাগ করার পর জনগণের দ্বারা নির্বাচিত একটি সরকার ও সংসদ দরকার। যারা জনগণের কাছে জবাবদিহি হবে।
তিনি বলেন, বর্তমান সরকার জনগণের কাছে দায়বদ্ধ নয়। তাদের বিদায় হওয়া দরকার। জনগণের ক্ষমতা জনগণের কাছে দিয়ে তাদের বিদায় নিতে হবে। জনগণের দ্বারা নির্বাচিত সরকার হলে তারা জনগণের কাছে জবাবদিহিতা করতে বাধ্য থাকবে।
গত ২৯ অক্টোবর জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের ১৫১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আহবায়ক কমিটি অনুমোদন করে বিএনপি।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা