যুক্তরাষ্ট্রের কোনো নাগরিক অথবা স্থাপনায় হামলা চালালে দ্রুততম সময়ের মধ্যে ৫২টি ইরানি স্থাপনায় পাল্টা আঘাতের হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের ৫২টি সাইটকে “টার্গেট করছে” এবং “খুব দ্রুত এবং খুব কঠোরভাবে” হামলা চালানো হবে।বিবিসি খবর।
একটি ড্রোন হামলায় ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলেইমানি নিহত হওয়ার পর ইরান তার হত্যার প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছে।এই ধারাবাহিকতায় এমন মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প।
ইরানের সামরিক কমান্ডার জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার ঘটনায় ‘উপযুক্ত সময়ে ও যথাস্থানে’ এই হত্যার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে ইরান।
এরপর থেকেই দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। সৃষ্টি হয়েছে যুদ্ধ-পরিস্থিতি। এর মধ্যেই এক টুইট বার্তায় ইরানকে হুমকি দিয়েছেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ইরানের ৫২টি স্থানকে টার্গেট করেছে। এর মধ্যে কিছু ইরানের প্রথম সারির এবং খুবই গুরুত্বপূর্ণ স্থান। এগুলো ইরানের সংস্কৃতি এবং ইরানিদের কাছে খুব গুরুত্বপূর্ণ। এসব স্থানে খুব দ্রুত ভয়াবহ হামলা চালানো হবে।’
যুক্তরাষ্ট্র আর কোনো হুমকি চায় না জানিয়ে ট্রাম্প বলেন, ১৯৭৯ সালের নভেম্বরে তেহরানে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে ৫২ জন আমেরিকানকে জিম্মি করা হয়েছিল। তারা ৪৪৪ দিন বন্দী ছিলেন। ওই ৫২ জনের কথা স্মরণ করেই ইরানের ৫২টি স্থানকে টার্গেট করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা