অনলাইন ডেস্ক
নাটোর-বগুড়া মহাসড়ক যানজটমুক্ত রাখতে সিংড়া বাজারের পাশে নির্মিত এই বাস টার্মিনালটি। কিন্তু এটি ব্যবহারে নানা কারণে অনাগ্রহী বাস মালিকরা। টার্মিনালটি এখন ট্রাক ও মাইক্রোবাসের দখলে। মহাসড়কের ওপরই চলে বাস থেকে যাত্রী উঠানামা। এতে নিয়মিত লেগে থাকে যানজট। রোদ বৃষ্টিতে যাত্রীদের পোহাতে হয় দুর্ভোগ।
টার্মিনালের ভবন দখল করে ও সামনে মার্কেট নির্মাণ করে নামে বেনামে ভাড়া দেয়া হয়েছে দোকান। জায়গা দখল করে অফিসও নির্মাণ করেছে বিভিন্ন সংগঠন। সন্ধ্যার পর বসে মাদকসেবীদের আড্ডা।
মালিক সমিতির নেতাদের দাবি একটি মাত্র টার্মিনাল থাকায় সব ধরনের যানবাহন সেখানে রাখা হয়। বাধ্য হয়ে মহাসড়ক ব্যবহার করছেন তারা।
তবে, পৌর মেয়র বলছেন, বাস মালিকসহ সংশ্লিষ্টদের বারবার তাগাদা দিলেও তারা নিজেদের ইচ্ছামত টার্মিনালে বাস না রেখে মহাসড়কে রাখছেন।
মহাসড়কে যানজট নিরসন ও জনদুর্ভোগ দূর করতে টার্মিনালে বাস রাখা ও যাত্রী উঠানামা নিশ্চিত করার জন্য প্রশাসন এবং সংশ্লিষ্টদের হস্তক্ষেপ চায় স্থানীয়রা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা