ইডেনে গোলাপি বলে ভারত-বাংলাদেশ ঐতিহাসিক টেস্ট ম্যাচ ঘিরে আয়োজনের কোনও খামতি রাখছে না সিএবি এবং বিসিসিআই।
এই উপলক্ষ্যে দীর্ঘ কয়েক বছর পর ফের ইডেনে একসঙ্গে দেখা যাবে ভারতীয় ক্রিকেটের ফ্যাব-ফাইভ সৌরভ গাঙ্গুলি, শচীন তেন্ডুলকর, অনিল কুম্বলে, রাহুল দ্রাবিড় এবং ভিভিএস লক্ষ্মণ।
২০০০ সালে বাংলাদেশের বিরুদ্ধে প্রথমবার টেস্ট খেলেছিল ভারত। সেই দুই দলের ক্রিকেটারদের ম্যাচের প্রথম দিনে সংবর্ধনা জানাবে সিএবি। সব ক্রিকেটারই আসার ব্যাপারে সম্মতি জানিয়েছেন।
শচীনকে নিয়ে একটু সমস্যা হচ্ছিল। তবে দাদার ডাকে ইডেনে আসছেন মাস্টার ব্লাস্টার। সিএবি’র পক্ষ থেকে প্রথম দিনের খেলার পর, ফ্যাব-ফাইভকে নিয়ে একটি টক-শো’য়ের ব্যবস্থা করা হতে পারে।
জম্মু ও কাশ্মীরের পাশেই, পাঠানদের আশ্বাস সৌরভের
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পম্ছিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইডেনের ঘণ্টা বাজিয়ে ম্যাচ শুরু করবেন। তাঁদের সঙ্গে থাকবেন বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি, সচিব জয় শাহ, কিংবদন্তি শচীন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসানও।
মঙ্গলবার বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসানের নেতৃত্বাধীন চার সদস্যের এক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হয় সিএবি কর্তাদের। সেখানেই শেখ হাসিনার সফরসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
ইডেনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নিরাপত্তা, আতিথেয়তার বিষয় খতিয়ে দেখেন বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার। পরে তিনি জানান, ‘সিএবি’র ব্যবস্থাপনায় আমরা অত্যন্ত খুশি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ম্যাচের দিন সকালের বিমানে কলকাতায় পা রাখবেন। তারপর তিনি ইডেনে আসবেন। দুপুর একটার সময় ঘণ্টা বাজিয়ে ম্যাচ শুরু করার পর প্রধানমন্ত্রী কিছুক্ষণ খেলা দেখবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে। তারপর তিনি বিশ্রাম নিতে হোটেলে ফিরে যাবেন।
রাত আটটার সময় ফের শেখ হাসিনা ইডেনে আসবেন সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে হবে। রাতের বিমানেই তাঁর দেশে ফিরে যাওয়ার কথা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক সঙ্গে বসে খেলা দেখবেন। তাঁদের বসার জন্য বিশেষ ব্যবস্থাও করছে সিএবি।’
জানা গেছে, হাসিনা ও মমতার বসার জন্য ঐতিহ্যবাহী সেন্ট্রাল প্রেসিডেন্ট বক্সটিকে সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে।
মাঠের বাইরের সঙ্গে ইডেনে মাঠের প্রস্ততিও চলছে জোরকদমে। এই মুহূর্তে ইডেনে ঢুকলে মাঠ আর পিচ আলাদা করা যাবে না, এতটাই সবুজ।
২২ নভেম্বর থেকে শুরু দিন-রাতের ঐতিহাসিক টেস্টে ইডেনের বাইশ গজের চরিত্র কেমন হবে? যা জানা যাচ্ছে, ইডেনের উইকেট হবে ভারতীয় টিম ম্যানেজমেন্টের চাহিদা অনুযায়ীই।
বিরাট কোহলি যেমন চাইবেন, তেমনই উইকেট দেওয়ার চেষ্টা করবে সিএবি। এখনও বিরাটদের দিক থেকে পিচ নিয়ে কোনও আব্দার আসেনি। সম্ভবত সেটা আসবে ইন্দোর টেস্টের পর।
ইডেনের পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায় মঙ্গলবার বিকেলে মাঠে দাঁড়িয়ে সাফ বলে দিলেন, ‘ইডেনের উইকেট যেমন হয়, তেমনই হবে।’ কিন্তু ঘটনা হল, সৌরভ গঙ্গোপাধ্যায় বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পর তাঁর শহরে প্রথম ম্যাচে বিরাটরা পাবেন পছন্দের উইকেটই।
শুরুর মতো টেস্টের শেষও রঙিন করতে করতে ইডেনে দেখা যাবে আতসবাজির প্রদর্শনী। গোলাপি টেস্টে গোলাপি বাজিতেই হবে টেস্টের সমাপ্তি।এই সময়।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা