টেকনাফ উপকূলে দিয়ে ভিড়েছে রোহিঙ্গা বোঝাই ট্রলার
অনলাইন নিউজ ডেস্কঃ
খবর পেয়ে কোস্ট গার্ড ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেন। উদ্ধারকৃত রোহিঙ্গাদের সাগর পাড়ে জড়ো করে রাখেন। স্থানীয়রা জানান, উদ্ধারকৃত রোহিঙ্গাদের সেখানে শুকনো খাবার সরবরাহ করা হয়েছে। দীর্ঘদিন ট্রলারে থেকে তারা দূর্বল ও অসুস্থ্য হয়ে পড়েছেন। সেখানে ৩৮২ জন রোহিঙ্গাকে একত্রিত করা হয়েছে। যাদের অধিকাংশ নারী। কিছু পুরুষ ও শিশুও রয়েছে সেখানে।
এইসব রোহিঙ্গাদের মধ্যে উখিয়ার কুতুপালং, বালুখালী, টেকনাফের মোচনী ও মিয়ানমারের ইয়াঙ্গুন এলাকার রোহিঙ্গা রয়েছে বলে জানা গেছে। ট্রলারে থাকা কুতুপালং ক্যাম্পের জাফর, মোচনী ক্যাম্পের ওমর ফারুক সহ বেশ কয়েকজনের সাথে কথা বলে জানা গেছে, প্রায় দুইমাস আগে তারা সাগরপথে মালয়েশিয়া যাত্রা করে। তাদের ট্রলারে ৪৯০ জন রোহিঙ্গা ছিল।
এছাড়া, দুইদফা মালয়েশিয়া উপকূলে পৌঁছেও কড়াকড়ির কারনে তারা সেদেশে ঢুকতে পারেনি। এভাবে তারা দীর্ঘদিন সাগরে ভাসতে থাকে। ট্রলারটি ছিল মিয়ানমারের এবং ট্রলারের মাঝিরা ছিল মায়ানমারের নাগরিক। বেশ কয়েকজন রোহিঙ্গা দালালও ছিল সেখানে। সাগরে ভাসতে ভাসতে একপর্যায়ে ট্রলারের প্রায় ৫০ জন যাত্রী অসুস্থ্য হয়ে মারা যায় বলে জানায় রোহিঙ্গারা। যাদেরকে সাগরে ভাসিয়ে দেওয়া হয়েছে।
বাহাড়ছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ লিয়াকত আলী জানিয়েছেন, ‘উদ্ধার হওয়া রোহিঙ্গাদের সাগরতীরে জড়ো করে রাখা হয়েছে। আনুমানিক সাড়ে ৩ শতাধিক রোহিঙ্গা হতে পারে বলে ধারণা করেছেন তিনি। তাদের মানবিক বিষয়গুলোও বিবেচনা করা হচ্ছে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা