অনলাইন ডেস্ক
মঙ্গলবার (৮ জুন) ভোররাত থেকে মহাসড়কের বঙ্গবন্ধু পূর্ব থেকে টাঙ্গাইলের রাবনা বাইপাস পর্যন্ত গাড়ির দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন মহাসড়ক ব্যবহারকারী যাত্রী ও চালকরা। যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে হাইওয়ে ও সংশ্লিষ্ট থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল সন্ধ্যা থেকে বৃষ্টি হওয়ায় মহাসড়কে গাড়ি ধীর গতিতে চলাচল করছিল। হঠাৎ গাড়ির চাপ বেড়ে যায়।অন্যদিকে সিরাজগঞ্জ অংশে রাস্তায় যানজটের সৃষ্টি হওয়ায় আধা ঘণ্টা বঙ্গবন্ধু সেতু দিয়ে টোল আদায় বন্ধ ছিল। পরে ভোর রাত থেকে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, সিরাজগঞ্জ অংশে রাস্তায় যানজটের কারণে টোলপ্লাজা আধঘণ্টা বন্ধ রাখা হয়েছিল। বৃষ্টির কারণে মহাসড়কে গাড়ির চাপ বেড়ে যাওয়ায় থেমে থেমে গাড়ি চলাচল করছে। মহাসড়কে পুলিশ কাজ করছে। শিগগির স্বাভাবিক হবে যানচলাচল।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা