জাপানে কর্মী পাঠানোর ভূয়া বিজ্ঞপ্তি প্রচারের দায়ের টিএমএসএস ডোমেইন এবং টিএমএসএস আইসিটিকে সাড়ে দশ লাখ টাকা জরিমানা করেছেপ্রতিষ্ঠান দুটি সরকারি অনুমোদন না নিয়ে জাপানে কর্মী প্রেরণের কার্যক্রম পরিচালনা করছিল।
সোমবার (২৮ অক্টোবর) দুপুর পৌনে একটায় রাজধানীর মিরপুরস্থ কাজীপাড়া এলাকায় র্যাব-৩ এর সহায়তায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ড. মাসুমা পারভীনের নেতৃত্বে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়।
র্যাব-৩ এর মেজর মোঃ জাহাঙ্গীর আলম ও এএসপি রবিউল ইসলাম এবং তাদের ১৮ সদস্যবিশিষ্ট একটি দল তাকে সহযোগিতা করে।
জাপানে চাকরীর প্রলোভন দেখিয়ে পত্রিকায় ভুয়া বিজ্ঞপ্তি প্রকাশ ও কর্মীদের প্রশিক্ষণ ও ভিসা প্রসেসিং বাবদ প্রতি জনের কাছে 8 লক্ষ টাকা চার্জ ও ফি নেওয়ার প্রাক্কালে এ অভিযান পরিচালনা করা হয়।
কাজী পাড়ার ৬৩১/৫ নম্বর বাসায় টিএমএসএস এর কার্যালয়ে ড. মাসুমা পারভীনের নেতৃত্বে অভিযান চালিয়ে ঐ অফিসের পরিচালক নিগার সুলতানা, জোনাল ম্যানেজার মনিরুল ইসলাম ও বাবলু সরোয়ার নামে তিন জনকে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন ২০১৩ এর ৩২ ও ৩৩ ধারায় যথাক্রমে চাকুরীর প্রলোভন দেখিয়ে ভুয়া বিজ্ঞপ্তি প্রকাশ ও ভুয়া ডিমান্ড লেটার, ভিসা ক্রয়-বিক্রয় এর নামে অবৈধ অফিস খুলে ব্যবসা করার দায়ে জরিমানা করা হয়।
প্রবাসী কল্যাণ মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ রাশেদুজ্জামানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানা গেছে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা