অনলাইন ডেস্ক
পরিবারের বরাত দিয়ে প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন নূরে আলম সিদ্দিকীর প্রেস সচিব ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের নির্বাহী সদস্য অনিকেত রাজেশ।
নূরে আলম সিদ্দিকীর গুলশানের বাসভবন থেকে রাজেশ জানান, বুধবার সকালে মরদেহ ঝিনাইদহের পৈত্রিক ভিটায় নিয়ে যাওয়া হবে। সেখানেই শ্রদ্ধা নিবেদনের পর মরদেহ ফিরিয়ে আনা হবে ঢাকায়। বাদ আসর গুলশানের আজাদ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। সেখানে তাকে গার্ড অব অনার দেওয়ার পর মরদেহ দাফন করা হবে সাভারে।
পরিবারের বরাতে জানা গেছে, নূরে আলম সিদ্দিকী সাভারে নবী টেক্সটাইলের পাশে একটি মসজিদ নির্মাণ করেছেন। তার শেষ ইচ্ছা অনুযায়ী সেই মসজিদের পাশে তার জন্য কবরের স্থান নির্ধারণ করা হয়েছে।
নূরে আলম সিদ্দিকী ১৯৪৪ সালের ২৬ মে ঝিনাইদহ সদরের চাকলাপাড়ায় জন্মগ্রহণ করেন। ১৯৭০-১৯৭২ মেয়াদে ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। ১৯৭১ এ মুক্তিযুদ্ধে ছিল তার গুরুত্বপূর্ণ ভূমিকা। ১ মার্চ থেকে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। ২ মার্চ সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের বটতলায় ডাকসু ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে আয়োজন করা হয় ছাত্র-জনতার এক বিশাল সমাবেশে।
এই সমাবেশে শিল্পী শিবনারায়ণ দাশের পরিকল্পনা ও অঙ্কনে সবুজ পটভূমিকার ওপর লাল বৃত্তের মাঝখানে বাংলার সোনালি মানচিত্র-সংবলিত স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকার উত্তোলন করেন ডাকসুর তৎকালীন সভাপতি আ.স.ম আব্দুর রব। এই সভায় উপস্থিত ছিলেন- ছাত্রলীগের তৎকালীন সভাপতি নূরে আলম সিদ্দিকী, ছাত্রলীগ সম্পাদক শাজাহান সিরাজ, ডাকসুর সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস মাখন ও পূর্বতন ছাত্রনেতা তোফায়েল আহমদ।
একাত্তরের ১০ই মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক ছাত্রাবাসের প্রাঙ্গনে কেন্দ্রীয় ছাত্রলীগের উদ্যোগে একটি জনসভা হয়। এই সভার সভাপতিত্ব করেছিলেন নূরে আলম। মহান মুক্তিযুদ্ধে মুজিববাহিনীরও অন্যতম কর্ণধার ছিলেন তিনি।
১৯৭৩ সালে যশোর-২ আসন থেকে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালে সপ্তম ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হয়েছিলেন তিনি। কিন্তু নির্বাচনে হেরে যান তিনি।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা