অনলাইন ডেস্ক
বুধবার রাতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে হওয়া ম্যাচের ৫৬ শতাংশ সময় আর্জেন্টিনার দখলে ছিল বল। মেসিরা মোট শট নেয় ১৭টি, যার ভেতর ৯টি লক্ষ্য বরাবর ছিল। অপরদিকে, ইতালি নিতে পারে ৭টি শট, লক্ষ্যে ছিল ৩টি শট।
খেলার ২৮ মিনিটে জিওভান্নি ডি লরেঞ্জোকে গতির লড়াইয়ে হারিয়ে দৌড়ে বল নিয়ে ছুটে যান লিওনেল মেসি। তিনি গোলমুখে বল বাড়ানোর পর সেখানে ওঁত পেতে থাকা ফরোয়ার্ড লৌতারো মার্টিনেজে ডান পায়ের টোকায় অনায়াসে বল জড়িয়ে আলবিসেলেস্তেদের লিড এনে দেন।বিরতির আগে যোগ করা সময়ের প্রথম মিনিটে মার্টিনেজকে আটকাতে ব্যর্থ হন লিওনার্দো বোনুচ্চি। তার বাড়ানো লম্বা পাসে বল নিয়ে জিয়ানলুইজি দোন্নারুমার মাথার উপর দিয়ে নেয়া বাম পায়ের চিপ শটে ব্যবধান দ্বিগুণ করেন অ্যাঞ্জেল ডি মারিয়া।দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়ায় আর্জেন্টিনা। ৬০ মিনিটে ডি মারিয়ার শট প্রতিহত করেন দোন্নারুমা। দুই মিনিট পর মেসির পাসে বল পাওয়া ডি মারিয়ার শট ইতালিয়ান গোলরক্ষক আবারো আটকান। ৬৫ মিনিটে মেসির বাম পায়ের দারুণ শটও জালের দেখা পায়নি।
৬৭ মিনিটে রদ্রিগো ডি পলের কাছ থেকে বল পাওয়া মেসির দূরপাল্লার শটও দারুণভাবে প্রতিহত করেন দোন্নারুমা। চার মিনিট পরও ঘটে একই দৃশ্যের পুনরাবৃত্তি।
যোগ করা সময়ের চতুর্থ মিনিটে মেসির পাসে বল ধরে ভেতরে ঢুকে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করে ইতালির কফিনে শেষ পেরেক ঠুকে দেন জিওভান্নি লো সেলসোর বদলি নামা দিবালা।
ইতালির অভিজ্ঞ ডিফেন্ডার জর্জিও কিয়েল্লিনি জাতীয় দলের হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলে ফেলেছেন। বড় হারের তিক্ত স্বাদ নিয়েই তিনি নীল জার্সি তুলে রাখলেন।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা