গরু, ইয়াবা এবং কাঠ চোরাচালানে জড়িত ৪৯ জন মিয়ানমারের নাগরিককে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার (১০ মার্চ) বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের অধীন বিসিজি স্টেশান টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন পুরাতন পলনপাড়ার পাহাড়ের নিচে একটি ছোট কুড়েঁঘরে অভিযান চালিয়ে নাসিমা (২৫) আটক করে। এসময় ২৫০০ পিস ইয়াবা পায়।
কোস্ট গার্ডের অপর একটি অভিযানিক দল আনুমানিক রাত সাড়ে এগারটায় বিসিজি স্টেশান সেন্টমার্টিন অভিযানে ছেঁড়াদ্বীপের কাছ থেকে একটি কার্গো বোট, ছয়টি কাঠের বোট, ১৮ টি গরু এবং গর্জন কাঠসহ ৪৮ জন মায়ানমারের নাগরিককে আটক করা হয়।
জব্দকৃত বোট, মালামাল এবং মায়ানমারের নাগরিকদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড সূত্র জানায়, বাংলাদেশ কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন ও অবৈধ অনুপ্রবেশ রোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্ব¦ন করে, নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা