অনলাইন ডেস্ক
আজ বুধবার (২৬শে অক্টোবর) সকালে রাজধানীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও মাল্টিপারপাস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, দেশে সুচিকিৎসার ব্যবস্থা না থাকলে মানুষ বিদেশে যাবেই। এতে করে দেশের টাকা বাইরে চলে যায়। তবে, দেশের স্বাস্থ্যসেবার উপর ভরসা রাখার ব্যবস্থা করতে পারলে বিপুল সংখ্যক মানুষ আর বিদেশে যাবে না।
তিনি জানান, দেশের চিকিৎসা ব্যবস্থার উপর আস্থা বাড়াতে তৈরি হয়েছে অনেক বিশেষায়িত হাসপাতাল। প্রশিক্ষিত চিকিৎসক ও সেবাদানকারীও তৈরি করা হচ্ছে পাশাপাশি।
তিনি বলেন, ‘আমরা নিউরো, অর্থোপ্যাডিক, মেন্টাল হেলথ এবং স্কিনের চিকিৎসার জন্য বিশেষ পরিকল্পনা নিয়ে কাজ করছি। ডিপিপি হয়ে গেছে। বিদেশে আর কাউকে দৌড়াতে হবে না। বাংলাদেশে বিশ্বমানের ওষুধ তৈরি হচ্ছে। এক্সপার্ট হচ্ছে। এটিও সরকারের অনেক বড় সফলতা।
এ সময় ডেঙ্গু নিয়ে সর্তক থাকারও পরামর্শ দেন তিনি।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা