প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি, আবুধাবী ডায়ালগের পঞ্চম মিনিষ্ট্রিয়াল কনসালটেশনে যোগ দিতে চারদিনের সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাতে গেছেন।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল দশটায় এমিরেটস এয়ার ওয়েজে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা দেন। অনুষ্ঠানটি আগামী ১৬-১৭ অক্টোবর স্থানীয় সময় সকাল নয়টায় দুবাইতে অনুষ্ঠিত হবে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ রাশেদুজ্জামান এতথ্য জানান। তিনি জানান, ঐ সফরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ সংযুক্ত আরব আমিরাতের হিউম্যান রিসোর্স এন্ড ইমিরাটাইজেশন মন্ত্রীর সাথে বৈঠকে মিলিত হবেন এবং বাংলাদেশি কমিউনিটির সাথে শ্রমবাজার উন্মুক্তকরণের লক্ষ্যে মতবিনিময় করবেন ও রাস আল খাইমারে বাংলাদেশ ইংলিশ প্রাঃ স্কুল (প্রস্তাবিত নাম শেখ মুজিবুর রহমান স্কুল) প্রজেক্টের অগ্রগতি পরিদর্শন করবেন।
এছাড়াও মন্ত্রী সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শিল্প,কারখানা পরিদর্শন করবেন।
উল্লেখ্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন ও উপপ্রধান শেখ মোহাম্মদ শরীফ উদ্দিন সফরসঙ্গী হিসেবে তাঁর সাথে রয়েছেন।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা