অনলাইন ডেস্ক
চারণকবি বিজয় সরকারের ৩৭তম মৃত্যুবার্ষিকী আজ। তার রচিত গান আজো মানুষের কাছে জনপ্রিয়। তবে, একুশে পদকপ্রাপ্ত অসাম্প্রদায়িক চেতনার এই সুরস্রষ্টার স্মৃতি চিহ্ন নষ্ট হচ্ছে অযত্ন আর অবহেলায়। কবির লেখা গানও সংরক্ষণের উদ্যোগ নেই। তাঁর বসতভিটায় ছোট্ট পরিসরে ‘বিজয় মঞ্চ’ নির্মিত হলেও, কবির স্মৃতিধন্য তেমন কিছুই নেই এখানে।
জনপ্রিয় অনেক গান লিখে খ্যাতি পেয়েছেন, চারণকবি বিজয় সরকার। বাংলাদেশের কবি গান সমৃদ্ধ হয়েছে তাঁর রচনায়। নিভৃতচারী এই সংগীতসাধক মঞ্চে বসেই গান লিখে, সুর দিয়ে তাৎক্ষণিকভাবে পরিবেশন করতেন। মুক্তিযুদ্ধের গানসহ তাঁর লেখা গানের সংখ্যা ১৮ শ’র বেশি।
একুশে পদকপ্রাপ্ত এই গীতিকার ও সুরস্রষ্টার স্মৃতি চিহ্ন নষ্ট হচ্ছে অযত্ন ও অবহেলায়। তাঁর মৃত্যুর পর বসতবাড়িতে বিজয় মঞ্চ নির্মাণ করা হলেও অযত্ন আর অবহেলায় দিন দিন তা নষ্ট হয়ে যাচ্ছে। সংরক্ষণের উদ্যোগ নেই কবির গানেরও।
তবে, বিজয় সরকারের স্মৃতি সংরক্ষণে উদ্যোগ নেয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
বার্ধক্যজনিত কারণে ১৯৮৫ সালের চৌঠা ডিসেম্বর ভারতের কলকাতায় পরলোকগমন করেন বিজয় সরকার। ২০১৩ সালে তাকে মরণোত্তর একুশে পদক দেয় সরকার।