চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ করোনা ভাইরাস সচেতনতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ ব্যতিক্রম উদ্যোগ গ্রহণ করেছে। যারা বিদেশ থেকে দেশে এসেছেন তাদের বাড়িতে থাকার জন্য হোম কোয়ারেন্টাইন লিখে দেয়া হচ্ছে। এতে করে অতি সহজেই এলাকার মানুষ সতর্ক থাকতে পারে। এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে এলাকার মানুষ। সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান জানান, যেসব নাগরিক বিদেশ থেকে দেশে এসেছেন তাদের তালিকা তৈরী করা হয়েছে। যাতে তারা হোম কোয়ারেন্টাইনে থাকেন সে উদ্যোগ পুলিশ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে করোনা ভাইরাস সচেতনতায় পুলিশ সুপারের নির্দেশনায় থানা পুলিশের দল সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে বিদেশ ফেরত ব্যক্তিদের বাড়িতে হোম কোয়ারেন্টাইন লেখা দিয়ে এ কার্যক্রম শুরু করা হয়েছে। যারা বিদেশ থেকে এসে বাড়িতে অবস্থান করছেন, সেসব ব্যক্তিদের বাড়িতে পর্যায়ক্রমে হোম কোয়ারেন্টাইন লিখে দেয়া হবে। তিনি আরো জানান, মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে অবস্থান করবেন। আতংক নয়. প্রত্যেক ব্যক্তিকে সতর্ক থাকার জন্য এ ধরনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এছাড়া হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের নজরদারিতে রাখা এবং সার্বিক সহযোগিতার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা