অনলাইন ডেস্ক
দুই যুগ পর নিজেদের মাটিতে টেস্ট সিরিজে হোয়াটওয়াশ হয়েছে ভারত। মুম্বাই টেস্টের তৃতীয় দিনে ৯ উইকেটে ১৭১ রানে নিজেদের দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড ব্যাটিং শুরু করলে ১৭৪ রানেই অল আউট হয় সফরকারীরা।
দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রানের ইনিংস খেলেছেন উইল ইয়ং। ভারতের পক্ষে সর্বোচ্চ ৫টি উইকেট শিকার করেছেন রবিন্দ্র জাদেজা। ৩টি উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।
জয় পেতে ১৪৭ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পরে ভারত। দলের ২৯ রানেই বিদায় নেয় রহিত শর্মা, ভিরাট কোহলিসহ টপ ওর্ডারের ৫ ব্যাটসম্যান। রিশভ পন্থের সর্বোচ্চ ৬৪ রানের ইনিংসে দলে কিছুটা জয়ের আশা জাগলেও শেষ পর্যন্ত ব্যর্থ হয় স্বাগতিকরা।
১২১ রান তুলতেই কিউইদের স্পিন ঘুর্ণির ফাঁদে পড়ে সব উইকেট হারায় ভারত। আর ২৫ রানের জয় নিশ্চিত হয় নিউজিল্যান্ডের।
দলের পক্ষে সর্বোচ্চ ৬টি উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন বামহাতি স্পিনার এজাজ পাটেল। ৩টি উইকেট নিয়েছেন গ্লেন ফিলিপ্স। সিরিজ সেরা হয়েছেন উইল ইয়ং।