অনলাইন ডেস্ক
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারতের দৃষ্টিভঙ্গি আলাদা। অন্য দেশের সঙ্গে ঢাকার সম্পর্কের ওপর ভিত্তি করে তা বদলায় না।
সাম্প্রতিক সময়ে ভারতের সীমান্তে কাঁটাতার দেয়া নিয়ে যে সমস্যা দেখা দিয়েছে, তা নিয়ে রণধীর জয়সওয়াল বলেন, আমরা চাই, সীমান্তে বেড়াসংক্রান্ত বিষয়ে বাংলাদেশের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতাগুলো আমাদের সঙ্গে ইতিবাচকভাবে বাস্তবায়ন হোক। অপরাধমুক্ত সীমান্ত গড়তে দুই দেশের মধ্যে সমঝোতা অনুযায়ী সীমান্তে বেড়া নির্মাণের কাজ চলছে বলে তিনি জানান।
অন্য এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমাদের দেশের চারপাশে এবং আমাদের অঞ্চলে কী কী হচ্ছে, সেদিকে আমাদের নজর রয়েছে। সেইসঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তার উপরে প্রভাব ফেলবে, এমন কোনও কর্মকাণ্ডের উপরেও নজর রেখে চলি আমরা। নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে সরকার উপযুক্ত পদক্ষেপ নিয়ে থাকে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা