অনলাইন ডেস্ক
জোহানেসবার্গে কোহলির টস করতে নামার কথা থাকলেও সেখানে দেখা মেলে দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য সহ-অধিনায়কের দায়িত্ব পাওয়া লোকেশ রাহুলকে। জানা যায়, পিঠের চোটের কারণে দ্বিতীয় টেস্টে খেলেননি ডানহাতি এই ব্যাটার। কোহলি দ্রুতই সেরে উঠছেন বলে জানিয়েছেন ভারতের প্রধান কোচ।
ভারতীয় কোচ জানিয়েছেন, কেপটাইনে ক্যারিয়ারের ৯৯তম টেস্টে খেলতে পারেন কোহলি। কারণ গত দুদিন ধরেই নাকি ভারতীয় অধিনায়ক স্বাভাবিকভাবে চলাফেরা করছেন। এমন কি নেটে ব্যাটও করেছেন কোহলি।
তবে ফিজিওর রিপোর্টের পর চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। আগামী ১১ জানুয়ারি মাঠে গড়াবে তৃতীয় টেস্ট। ফলে পুরোপুরি ফিট হতে আরো কয়েকদিন সময় পাচ্ছেন কোহলি। তাই আশা করা যাচ্ছে শেষ টেস্টে দেখা যেতে পারে ভারতীয় অধিনায়ককে।
আনন্দবাজারের প্রতিবেদন অনুসারে ম্যাচ শেষে সাংবাদিকদের দ্রাবিড় বলেন, ‘আমার মনে হয় বিরাট পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। শেষ কয়েক দিন ধরে ট্রেনিং করছে। অনুশীলন শুরু করেছে। নেটে থ্রো ডাউনের সাহায্যে ব্যাট করেছে শেষ দুদিন। কেপটাউনের আগে আরও দুটো নেট সেশন পাবে। তা ছাড়া এখনও চার দিন পরে খেলা। আমি আশা করছি, ও খেলবে। ফিজিওর সঙ্গে এখনও আলোচনা করিনি। কিন্তু ওর সঙ্গে কথা বলে মনে হল, খুব একটা সমস্যা নেই।’
আগামী ১১ জানুয়ারি কেপটাউনে মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্ট খেলতে মাঠে নামবে ভারত।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা