অনলাইন ডেস্ক
ঢাকা-কুয়াকাটা মহাসড়কে নির্মাণ করা একটি রোড ডিভাইডার এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। অপরিকল্পিতভাবে তৈরি করায় প্রতিদিনই এই ডিভাইডারের উপর যানবাহন উঠে যাচ্ছে। দুর্ঘটনার শিকার হচ্ছেন কুয়াকাটায় আগত পর্যটকসহ স্থানীয়রা। তবে সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, ঝুঁকি বিবেচনা করে দ্রুত ডিভাইডারটি অপসারণ করা হবে।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রজোপাড়া এলাকা থেকে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে যেতে একটি সংযোগ সড়ক নির্মাণ করেছে সড়ক ও জনপথ বিভাগ। সংযোগ সড়কটি মহাসড়কের যে স্থানে যুক্ত হয়েছে সেখানে প্রায় ৫০ মিটার দৈর্ঘ্যের একটি রোড ডিভাইডার নির্মাণ করা হয়। তবে মহাসড়ক খুব বেশি প্রশস্ত না হওয়ায় এখানটায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। মহাসড়কটির অন্য কোথাও ডিভাইডার না থাকায় হঠাৎ একটি ডিভাইডারের মুখোমুখি হওয়ার কারণেও দুর্ঘটনা ঘটে। এতে মহাসড়কে চলাচলকারী সাধারণ মানুষ এবং স্থানীয়দের জীবন হুমকির মধ্যে পড়েছে।
গত কয়েকদিনে কুয়াশার কারণে এ দুর্ঘটনার মাত্রা বেড়েছে কয়েক গুণ। প্রতিদিন একাধিক যানবাহন ডিভাইডারের উপর উঠে যাচ্ছে। পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী এ এম আতিক উল্লাহ জানালেন, ডিভাইডারটি অপসারণের কথা ভাবছেন তারা।
২০২১-২০২২ অর্থ বছরে ৩ দশমিক ৪ কিলোমিটার দীর্ঘ নতুন এই সংযোগ সড়কটি নির্মাণ করা হয়।