অনলাইন ডেস্ক
কাশিমপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) দীপংকর রায় জানান, মামলায় কাউন্সিলর মন্তাজ উদ্দিন মন্ডল, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক মো. শহিদুল্লাহ, আওয়ামী লীগ নেতা আব্দুল গনি, আবুল কাশেমসহ মোট ২৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলার অভিযুক্ত আসামি আছিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।
কেইসি কারখানার ব্যবস্থাপনা পরিচালক মো. ফারুক আহমেদ জানান, কাউন্সিলরের নেতৃত্বে উক্ত ব্যক্তিরা দুই বছর ধরে বিভিন্ন ভাবে চাঁদা দাবি করে আসছিল। বিষয়টি সামাজিকভাবে সমাধানের চেষ্টা করলেও কাউন্সিলর ও তার লোকজন নিয়মিত হুমকি ধামকি দিয়ে যাচ্ছিল।
কয়েক দিন আগে ঈদ উপলক্ষে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে কাউন্সিলর ও তার লোকজন। টাকা দিতে অস্বীকার করায় এক পর্যায়ে কারখানায় শ্রমিক ও কর্মকর্তাদের মারধর করে। চাঁদা না দিলে কারখানার বড় ধরনের ক্ষতি করার হুমকি দেন। মারধরের প্রতিবাদে কারখানার শ্রমিকরা গত ৩ ও ৪ মে ঢাকা ইপিজেড সড়ক অবরোধ করেন। তিনি কারখানা ও তার শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে মামলা করেছেন।
জিসিসির কাউন্সিলর মন্তাজ উদ্দিন চাঁদা দাবির বিষয়টি অস্বীকার করে বলেন, রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্যই ষড়যন্ত্রমূলকভাবে এ মামলা করা হয়েছে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা