সবুজ আন্দোলন’র উদ্যোগে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে ঢাকা পুরানা পল্টন মোড়, জাতীয় প্রেস ক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে লিফলেট, মাস্কস ও সাবান বিতরণ করা হয়েছে।
সবুজ আন্দোলনের কেন্দ্রীয় পরিষদের সভাপতি, এ্যাড. আবু বকর ছিদ্দিক এর সভাপত্বিতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সবুজ আন্দোলন পরিচালনা চেয়ারম্যান বাপ্পি সরদার, যুগ্ম সম্পাদক, খায়রুল আলম, মিডিয়া জার্নালিস্ট ক্লাব অব বাংলাদেশের সভাপতি, বাদল চৌধুরী, ঢাকা রিপোর্টর্স ইউনিটির কল্যাণ সম্পাদক ও সবুজ আন্দোলন’র কেন্দ্রীয় সদস্য, খালিদ সাইফুল্লাহসহ মহানগর ও ছাত্রফ্রন্ট’র নেতৃবৃন্দ। সবুজ আন্দোলন’র চেয়ারম্যান বাপ্পি সরদার বলেন, আজ থেকে সেনাবাহিনী মোতায়নসহ জরুরী অবস্থা জারির আহবান জানাচ্ছি।
জরিমানা বৃদ্ধি ও প্রত্যেক জেলায় বিদেশ ফেরত ব্যক্তিকে বাড়ি থেকে স্থানান্তর করে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করতে হবে। আমরা ধারনা করছি ইতোমধ্যে করোনা ভাইরাস লক্ষাধিক ব্যক্তির মধ্যে ছড়িয়ে পড়েছে এবং আগামীতে ১ কোটি জনগণ আক্রান্ত হতে পারে। তাই এখনই সারা বাংলাদেশকে লক ডাউন করতে হবে। ডাক্তার, নার্স, সাংবাদিক ও সেচ্ছাসেবকদের জন্য বিনামূল্যে ভাইরাস থেকে রক্ষা পেতে পারে এমন পোশাক সরবরাহ করতে হবে।
সারাদেশে রাস্তাগুলোতে পানি দিয়ে ধুতে হবে এবং জীবাণুমক্ত রাখতে হবে, স্প্রে ব্যবহার করতে হবে, ভাড়াটিয়াদের বাড়িভাড়া ৩ মাসের জন্য মওকুফ ও সকল গার্মেন্টস বন্ধ ঘোষণা করতে হবে। বিদেশ ফেরত ব্যক্তি গ্রাম থেকে যারা ঢাকা শহরে পালিয়ে এসেছে তাদেরকে চিহ্নিত করার ব্যবস্থা করতে হবে। করোনা ভাইরাস থেকে বাঁচতে করণীয় সম্পর্কে তিনি আরও বলেন, পরস্পর কোলাকুলি থেকে বিরত থাকুন এবং একে অন্যের কাছ থেকে কমপক্ষে ৩ ফুট দূরত্বে থাকার চেষ্টা করুন।
প্রচুর ফলের রস এবং পর্যান্ত পানি পান করুন, চোখ, নাক ও মুখ হাত দিয়ে স্পর্শ করা থেকে বিরত থাকুন, হাঁচি-কাশি দেওয়ার সময় আগে টিস্যু, রুমাল বা কুনুই দিয়ে মুখ ঢাকি এবং পরে সাবান দিয়ে হাত ধুই, ঘরের বাইরে বের হওয়ার সময় মাস্ক ব্যবহার করুন, জনবহুল স্থান, সভা-সভাবেশ এবং সামাজিক অনুষ্ঠান পরিহার করুন, কিছুক্ষণ পরপর ২০-৩০ সেকেন্ড ধরে দুই হাত সাবান দিয়ে পরিষ্কার করে ফেলুন, ডিম কিংবা মাংস রান্নার সময় ভালো করে সেদ্ধ করুন, নিজের জ¦র, কাশি ও শ্বাসকষ্ট থাকলে সুস্থ্য ব্যক্তিদের কাছ থেকে দূরে থাকুন, সর্বাবস্থায় ধর্মীয় বিধান মেনে চলুন এবং বেশি বেশি গাছ লাগাই, পরিবেশ বাঁচাই।
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা