অনলাইন ডেস্ক
এর আগে বিপিএলে খেললেও, নিউজিল্যান্ডের এই তারকা অলরাউন্ডারকে এবার শুরু থেকে দেখা যায়নি । কারণ তিনি দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ২০-তে খেলা নিয়ে ব্যস্ত ছিলেন। সেখানে তার দল বিদায় নেওয়ার পরই বরিশালের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে ফাইনালের তিনদিন আগে ৪ ফেব্রয়ারি ঢাকায় পা রাখেন নিশাম। আর মাত্র একটি ম্যাচ বাকি, সেই সময়ে তাকে উড়িয়ে আনা মানে তিনি নিশ্চিতভাবেই একাদশে থাকছেন। কিন্তু শুক্রবার বরিশাল তাকে ফাইনালের একাদশে না রেখেই চমকে দিলো। পরে অবশ্য ফ্র্যাঞ্চাইজি মালিক এর ব্যাখ্যাও দিয়েছেন।
টানা দ্বিতীয়বার বিপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর বরিশালের কর্ণধার মিজানুর রহমান বলেন, ‘আজকের কথা চিন্তা করুন। আমরা জিমি নিশামকে নিয়ে এসেছি। কিন্তু তাকে আমরা খেলাতে পারিনি। কারণ আপনি দেখুন তাদের বাঁ-হাতি কতজন। চিন্তা করতে হবে চিটাগাং দলে কতজন বাঁহাতি ব্যাটার আছে। আপনি যদি (মোহাম্মদ) নবিকে তুলে নেন তাহলে বল কে করবে? সব সময় চিন্ত করতে হবে প্রতিপক্ষ কে?। খুলনা প্রতিপক্ষ হলে অবশ্যই জিমি নিশাম খেলত। প্রতিপক্ষ অনুযায়ী আমরা দল সাজিয়েছি।’
বোঝাই যাচ্ছে প্রতিপক্ষের বাঁ-হাতি ব্যাটারদের কথা চিন্তা করে আফগান তারকা নবিকে বসাতে চায়নি বরিশাল। একইসঙ্গে দলের উইনিং কম্বিনেশন বলেও একটা কথা আছে। প্রথম কোয়ালিফায়ারে খেলা একাদশ নিয়েই ফাইনালেও নামে বরিশাল। শিরোপা জিতে অধিনায়ক তামিম ইকবালকে প্রশংসায় ভাসিয়ে মিজান বলেন, ‘তামিম খুবই ভালো অধিনায়ক। আপনি কল্পনা করতে পারবেন না সে দলকে কতটা অনুপ্রাণিত করছে। এ কারণেই আমরা জিতেছি। নইলে আমরা জিততে পারতাম না।’
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা