শান্তির আশ্রমে ঘুমিয়ে থাকুন মনু আপা
রায়না নীলা
বিকলাঙ্গ সময়ের ক্লান্তিকর অবসাদে ভাসিয়ে
শেষ শরতের আহানা আলোয় বললেন, বিদায়!
অথচ, এমন নিরবে চলে যাবার
কথা ছিল না আপনার!
এমন নিশ্চুপ চলে যাওয়ায়
—বেদনায় বিমুঢ় নীলাকাশ।
কথা ছিল, যাবতীয় অনিয়ম, অসত্য আর অনাচারের
দায় মিটিয়ে তবেই ঘরে ফিরব! কথা ছিল,
সমবেত কোরাসে জীবনের জয়গান শেষেই ফিরব!
অথচ, বেদনার ভাগ দেব না প্রতিজ্ঞায়—
সবাইকে নৈঃশব্দে হাহাকারে ভাসিয়ে,
আলতো-নিরব পায়ে
নিশ্চিতের ঘরে ফেরা আপনার!
আরও পড়ুন : অসাম্প্রদায়িক বৈষম্যহীন সমাজের স্বপ্ন দিল মনোয়ারা মনুর লেখায় থাকতো : ফওজিয়া মোসলেম
জানি, মৃত্যু এক অবধারিত গন্তব্য
দীর্ঘ বিশ্রাম ঘুমের নাম মৃত্যু
আবার এক নিপুণ শিল্পের নামও মৃত্যু!
এমন শিল্পকে পরম মমতায় যিনি
করতে পেরেছেন আলিঙ্গন,
সেই আলোকিতজনই সার্থক!
বরাবর জেনে এসেছি,
সৃষ্টিকর্তার বিশেষ আর্শিবাদপুষ্ট যিনি
মৃত্যু তাকে, কখনই স্পর্শ করতে পারে না!
প্রিয় মনু আপা, শান্তির আশ্রমে পরমানন্দে
—ঘুমিয়ে থাকুন এ বেলায়।
ফেসবুক পেজ :
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা