ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলীয়ে গোমা শহরের কাছে একটি বাড়ির ওপর একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত কমপক্ষে ২৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
মাপেনদো এলাকায় অবস্থিত একটি বাড়ির ওপর বিমানটি ভেঙে পড়ে। এতে ওই বাড়ির একই পরিবারের ৯ জন নিহত হয়েছে। এছাড়া বিমানে থাকা আরও ১৮ যাত্রী এবং দুই ক্রু সদস্যও দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
রবিবার সকালে গোমা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছু সময় পর যাত্রীবাহী ছোট বিমানটি বিধ্বস্ত হয়। কী কারণে ওই বিমানটি বিধ্বস্ত হয়েছে তা এখনও পরিস্কার নয়।
দ্য ডর্নিয়ার-২২৮ বিমানটি গোমা থেকে ৩৫০ কিলোমিটার উত্তরের বেনি এলাকার উদ্দেশে যাত্রা করেছিল। কিন্তু উড্ডয়নের কিছু সময় পরেই একটি বাড়ির ওপর বিধ্বস্ত হয় বিমানটি।
দুর্ঘটনায় ১৬ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেয়া হয়েছে। উত্তর কিভুর আঞ্চলিক সরকার এক বিবৃতিতে বলেন, দুর্ঘটনার পর ২৯ টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
প্রসঙ্গত, কঙ্গোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনার খবর শোনা যায়। এর আগে চলতি বছরের অক্টোবরে ‘বিজি বি’ বিমানের দুর্ঘটনায় আট যাত্রীর সবাই মারা যায়। সে সময় দুর্ঘটনার অভিযোগে ‘বিজি বি’ কোম্পানিকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোতে নিষিদ্ধ করা হয়।
বিবিসি।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা