কক্সবাজারের টেকনাফে নিজেদের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ এবার এক নারী মাদক কারবারি নিহত হয়েছেন। পুলিশের দাবি তিনি মাদক পাচারকারি।
আজ বুধবার সকাল সাতটায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত হামিদা বেগম (৩২) হ্নীলার জাদিমোরার শিকলঘেরা এলাকার ছমি উদ্দিনের স্ত্রী।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে থেকে অস্ত্র ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করে পুলিশ।
ওসি প্রদীপ কুমার দাশ কালের কণ্ঠকে বন্দুকযুদ্ধের ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, টেকনাফের হ্নীলার জাদিমোরা সংলগ্ন শিকলঘেরা পাহাড় এলাকায় মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হামিদা বেগমকে (৩২) গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। তাঁকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে একটি এলজি ও ১০ হাজার পিস ইয়াবাও জব্দ করা হয়েছে বলে জানান ওসি। এ ঘটনায় পৃথক মামলা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
NB:This post is copied from Kalerkantho