তাসকিনা ইয়াসমিন : গত ২৪ ঘন্টায় ঢাকায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছে ১ জন। তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি আছেন । এ নিয়ে এবছর সারাদেশে ডেঙ্গুজ্বরে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৫০ জন।
রবিবার (৮ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের হেল্থ ইমার্জেন্সি অপাররেশন্স সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার এতথ্য জানান।
তিনি জানান, ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে ২৪৭ জন হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে। এবছর এ পর্যন্ত কেউ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেনি।
তিনি জানান, ২০১৯ সালে মোট ১৭৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। এসময় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন। ২০১৯ সালে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট ( আইইডিসিআর) এর ২৭৬ টি মৃত্যু ডেঙ্গুজনিত সন্দেহে পরীক্ষার জন্য পাঠানো হয়। সেখান থেকে ১৭৯ টি মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে আইইডিসিআর।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন, এখন এটাই একটা বাস্তবতা যে, ডেঙ্গু রোগী থাকবে। একজন, দুজন হলেও রোগী থাকবে। আমরা কিভাবে আমাদের ম্যানেজমেন্ট বেটার করা যায় সে ব্যাপারে প্রচেষ্টা নিচ্ছি। আমরা জানি যে, সিটি কর্পোরেশন , স্থানীয় সরকার তারাও মশা নিধনে কর্মসূচি নিবে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পরিচ্ছন্ন শহর, পরিচ্ছন্ন গ্রাম- এই প্রকল্প হাতে নেয়া হয়েছে। তারা এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছে।
এদিকে, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এর প্রিন্সিপ্যাল সায়েন্টিফিক অফিসার ড. এ. এস. এম আলমগীর বলেন, ডেঙ্গু এখন সারাবছরই থাকবে। তাই ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সতর্ক হতে হবে। এরজন্য নিজ বাড়ি, কর্মক্ষেত্র, সব যায়গা মশামুক্ত রাখতে হবে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা