অনলাইন ডেস্ক
সে সময় ট্রেন চালু হলে যেন স্টেশনে সামাজিক দূরত্ব নিশ্চিত করা যায় তার জন্য প্রস্তুতি শুরু করেছে পশ্চিম রেল কর্তৃপক্ষ।
রোববার থেকে স্টেশনের টিকিট কাউন্টার এবং প্ল্যাটফর্মে বৃত্ত অংকন করা হচ্ছে। সামাজিক দূরত্ব নিশ্চিত করে এই বৃত্তের ওপর দাঁড়িয়ে টিকিট কিনবেন যাত্রীরা, অপেক্ষা করবেন ট্রেনের জন্য। স্টেশনে এই বৃত্ত অংকনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই ভাবছেন দ্রুতই চালু হচ্ছে ট্রেন।
তবে রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আবদুল করিম বলছেন, আপাতত ট্রেন চালুর কোনো সম্ভাবনা নেই। এ রকম কোনো বার্তা তারা পাননি। তবে ঈদের পর সীমিত পরিসরে ট্রেন চালুর সম্ভাবনা রয়েছে। তখন যেন সামাজিক দূরত্ব নিশ্চিত করা যায় তার প্রস্তুতি হিসেবে বৃত্ত আঁকা হচ্ছে।
অবশ্য এখনই এমন প্রস্তুতি নেয়ার জন্যও সরকারের তরফ থেকে কোনো নির্দেশনা আসেনি। পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা আহসান উল্লাহ ভুঁইয়া, বিভাগীয় মেডিক্যাল অফিসার মারুফ হাসান ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবু জাফর মিয়ার নির্দেশনা অনুযায়ী এই প্রস্তুতি নেয়া হচ্ছে।
স্টেশন ব্যবস্থাপক আবদুল করিম বলেন, শুধু বৃত্ত অংকনই নয়, স্টেশনে ঢোকার আগে হাত ধোয়ার ব্যবস্থা করা হচ্ছে। পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হচ্ছে। রোববার থেকে এসব কার্যক্রম শুরু হয়েছে। আমরা আমাদের প্রস্তুতি নিয়ে রাখছি। সরকার যখন সিদ্ধান্ত দেবে, তখনই ট্রেন চালু হবে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা