অনলাইন ডেস্ক
সম্প্রতি বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে চার দিন ধরে দলের হাইকমান্ডের সাথে ধারাবাহিক মতবিনিময় সভায় অংশ নেন জেলা, বিভাগীয় ও মহানগরের শীর্ষ নেতারা। ১ অক্টোবর থেকে শুরু হয়ে ৪ অক্টোবর পর্যন্ত বিভিন্ন বিভাগের নেতৃবৃন্দের সাথে পর্যায়ক্রমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ভার্চুয়ালি অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মূলত তারেক রহমানের কাছেই দল, আন্দোলন ও নিজেদের করণীয় নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন উপস্থিত নেতারা। এ সময় তারেক রহমানও অনেক বিষয় পরিষ্কার করেন এবং মাঠের নেতাদের মনোভাব সম্পর্কে আনুষ্ঠানিকভাবে ওয়াকি বহাল হন। মতবিনিময় সভায় বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য সিনিয়র নেতারা পর্যায়ক্রমে উপস্থিত ছিলেন।
সভাগুলোতে দলের সিদ্ধান্ত অমান্য করে আগামী সংসদ নির্বাচনে যারা অংশ নেয়ার পায়তারা করবে তাদেরকে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন মাঠ পর্যায়ের নেতারা। তাদের দাবি, বিএনপির তৃণমূল কখনও বেইমানি করেনি। কেন্দ্রীয় কিছু নেতা লোভে পড়ে বিগত দিনে দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, ভুল সিদ্ধান্ত নিতে সাহায্য করেছেন। এবার যদি কেউ একই রকম ‘ভুল’ করার সাহস দেখায় তবে তাকে বা তাদের চূড়ান্ত অপমান করা হবে। মতবিনিময় সভায় অংশ নেওয়া নেতাদের সূত্রে এসব তথ্য জানা গেছে।
বৈঠকে অংশগ্রহণকারী নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, এবার যদি আর কোনো বেঈমানের আবির্ভাব ঘটে তাহলে তার বিচার দলের হাইকমান্ড নয়, তৃণমূল নেতাকর্মীরা করবে। তারা মনে করেন, এবারের লড়াই সারা দেশের নেতাকর্মীদের বাঁচা-মরার লড়াই। হয় জিততে হবে, নয় মরতে হবে। এ আন্দোলন সফল করতে কেন্দ্রীয় নেতাদের ঘর থেকে বেরিয়ে মাঠে থাকারও আহবান জানানো হয়।
সভায় খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁইয়া কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি প্রশ্ন রেখে বলেন, শেষ মুহূর্তে ক্ষমতাসীন দলের পক্ষ থেকে নির্বাচনে যাওয়া না যাওয়ার বিষয়ে কোনো ‘টোপ’ দিতে পারে। এ ক্ষেত্রে বিএনপিকে ১০০ আসন দেওয়ার প্রস্তাবও দিতে পারে। সরকারি ‘টোপ’ গিলে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে ২/৪ জন যুক্তি দিয়ে বলতেও পারেন ‘দলকে বাঁচাতে’ নির্বাচনে যাওয়া উচিত- তখন দল কি সিদ্ধান্ত নেবে?
জবাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘নো, নেভার। বিএনপির বর্তমান অবস্থানের কোনো পরিবর্তন হবে না।’ প্রধানমন্ত্রীর পদে শেখ হাসিনাকে রেখে বিএনপিকে ৩০০ আসন দেওয়ার প্রস্তাব দিলেও বিএনপি নির্বাচনে যাবে না।
সরকারের এ ধরনের প্রস্তাবে দলের কোনো শীর্ষনেতা ইতিবাচক সাড়া দিলে মাঠ নেতারা কী করবেন- উপস্থিত নেতাদের কাছে এমন প্রশ্ন করা হলে উত্তরে সবাই একসাথে বলে উঠেন- ‘আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করব।’
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা