অনলাইন ডেস্ক
ট্রাম্প জনসমাগমে মাস্ক পরতেন না। তিনি বলতেন, করোনাভাইরাস সংক্রমণ ঠেকানোর জন্য মুখে মাস্ক পরার বিষয়টি বাধ্যতামূলক করার প্রয়োজন নেই। খবর বিবিসি’র।
সম্প্রতি রিপাবলিকান দলের একজন জ্যেষ্ঠ সদস্য ট্রাম্পকে আহ্বান জানান, তিনি যাতে দৃষ্টান্তমূলক উদাহরণ সৃষ্টির জন্য মাস্ক পরেন। এর একদিন পরই মার্কিন গণমাধ্যম ফক্স নিউজে ট্রাম্প মাস্ক পরার পক্ষে মন্তব্য করেন।
ফক্স বিজনেস নেটওয়ার্ককে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি মাস্ক পরার পক্ষে।’
ট্রাম্পকে যখন জিজ্ঞেস করা হয় যে তিনি মাস্ক পরবেন কি না, তখন তিনি বলেন, ‘আমি যদি মানুষের সঙ্গে গাদাগাদি অবস্থায় থাকি, তাহলে অবশ্যই মাস্ক পরব।’
ট্রাম্প এও বলেন, মানুষ তাঁকে অতীতে মাস্ক পরতে দেখেছে। ট্রাম্প আরো বলেন, জনসমাগমে মাস্ক পরার ক্ষেত্রে তাঁর কোনো সমস্যা নেই।
তবে ট্রাম্প আবারও জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের সব জায়গায় মাস্ক পরা বাধ্যতামূলক করার প্রয়োজন নেই।
ট্রাম্প বলেন, ‘আমাদের দেশে অনেক জায়গা আছে, যেখানে মানুষ পরস্পরের কাছ থেকে বেশ দূরে অবস্থান করে।’
‘মানুষ যদি মাস্ক পরে ভালো বোধ করে, তাহলে তারা পরতে পারে,’ যোগ করেন ট্রাম্প।
ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়েছিল, করোনাভাইরাস একদিন উধাও হয়ে যাবে, এ কথা তিনি এখনো বিশ্বাস করেন কি না?
জবাবে ট্রাম্প বলেন, ‘আমি বিশ্বাস করি। অবশ্যই কোনো একটা সময় এটা চলে যাবে।’
গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল (সিডিসি) জনসমাগমে মাস্ক পরিধান করার সুপারিশ করেছিল। তখন ট্রাম্প বলেছিলেন, তিনি মাস্ক পরবেন না। সে সময় তিনি বলেছিলেন, একজন মানুষ মাস্ক পরবে কি না, সেটি তার ব্যক্তিগত পছন্দের বিষয়।
গত মাসে ওয়াল স্ট্রিট জার্নালকে ট্রাম্প বলেন, তাঁর বিরুদ্ধে রাজনীতি করতে কিছু মানুষ মাস্ক পরে।
গত মে মাসে মিশিগানে একটি কারখানা পরিদর্শনে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তখন তিনি সাংবাদিকদের বলেন, ক্যামেরার সামনে আসার আগে তিনি মাস্ক খুলে ফেলেছেন।
ট্রাম্প বলেন, ‘মাস্ক পরার মাধ্যমে আমি সংবাদমাধ্যমকে আনন্দ দিতে চাই না।’
ট্রাম্প যেদিন মাস্ক পরার পক্ষে মন্তব্য করেন, সেদিন যুক্তরাষ্ট্রে একদিনে সর্বাধিক ৫২ হাজার মানুষের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।
জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন আক্রান্তের সংখ্যা প্রায় ২৭ লাখ এবং নিশ্চিত মৃত্যুর সংখ্যা এখন প্রায় এক লাখ ত্রিশ হাজার।
fblsk
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা