ভরিতে বেড়েছে ১ হাজার ১৬৬ টাকা
মার্কিন ড্রোন হানায় ইরানের সেনা কর্তার মৃত্যুর পরেই সোনার বাজারে বিশাল পরিবর্তন।
মাত্র ১৫ দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বেড়েছে। ২২, ২১, ১৮ ক্যারেট ও সানতন পদ্ধতিতে স্বর্ণের ভরিতে দাম বেড়েছে ১ হাজার ১৬৬ টাকা। আজ রোববার থেকে এটি কার্যকর হবে।
গতকাল শনিবার বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত বছরের ১৮ ডিসেম্বর স্বর্ণের দাম বেড়েছিল।
বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা গেছে, ২২ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৬০ হাজার ৩৬১ টাকা। শনিবার পর্যন্ত এই মানের স্বর্ণের দাম ছিল ৫৯ হাজার ১৯৪ টাকা।
ঢাকা-ম্যানচেষ্টার রুটে বিমান চলাচল শুরু ৫ জানুয়ারি
২১ ক্যারেটের প্রতি ভরির দাম ধরা হয়েছে ৫৮ হাজার ২৮ টাকা। বর্তমানে বিক্রি হচ্ছে ৫৬ হাজার ৮৬২ টাকা। একইভাবে ১৮ ক্যারেটের ভরির দাম পড়বে ৫৩ হাজার ১৩ টাকা। এখন দাম রয়েছে ৫১ হাজার ৮৪৬ টাকা।
সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে ৩৯ হাজার ৭৪ টাকা। নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার ২৪০ টাকা।
এছাড়া ২১ ক্যারেট ক্যাডমিয়াম রূপার দাম প্রতি ভরি ৯৩৩ টাকা।
অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন ঊর্ধ্বমুখী দামের আর একটি কারণ রয়েছে, তা হলো আন্তর্জাতিক বাজারে ডলারের দাম বৃদ্ধি। কারণ, সোনা আমদানি হয় ডলার মারফত।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা