অনলাইন ডেস্ক
স্টোকসকে টানা দ্বিতীয়বার শীর্ষ ক্রিকেটার হিসেবে বেছে নিয়ে উইসডেনের সম্পাদক লরেন্স বুথ বলেছেন, ‘ইংল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে উইসডেনের বিশ্বের শীর্ষ ক্রিকেটার হিসেবে দুইবার স্বীকৃতি পেল স্টোকস। এর আগে ২০২০ সালেও এটি পেয়েছে সে। গতবছর সে নিজের পিতার মৃত্যুশোক সয়ে মাঠে দারুণ সব পারফরম্যান্স উপহার দিয়েছে।’
অন্যদিকে উইসডেনের বর্ষসেরা পাঁচ ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন কেন্টের ৪৪ বছর বয়সী অলরাউন্ডার ড্যারেন স্টিভেনস, ইংল্যান্ডের দুই ব্যাটসম্যান জ্যাক ক্রাওলি ও ডম সিবলি, ওয়েস্ট ইন্ডিজের পেস বোলিং অলরাউন্ডার জেসন হোল্ডার এবং পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান।
উইসডেনের ইতিহাসে চতুর্থ বয়স্ক ক্রিকেটার হিসেবে এ স্বীকৃতি পেলেন স্টিভেনস। ১৯৩৩ সালে লিস্টারশায়ারের এওয়ার্ড অ্যাস্টিলের পর এত বেশি বয়সে উইসডেনের স্বীকৃতি পায়নি আর কোনো ক্রিকেটার। বব উইলিস ট্রফিতে মাত্র ১৫ গড়ে ২৯ উইকেট পাওয়ার সুবাদে এ স্বীকৃতি মিলেছে স্টিভেনসের।
এছাড়া উইসডেনের ২০২০ সালের শীর্ষ নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়া বেথ মুনি। তিনি গতবছরের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের টুর্নামেন্টসেরা খেলোয়াড় ছিলেন। বিশ্বকাপ ফাইনালে তার ব্যাট থেকে আসে ৫৪ বলে ৭৮ রানের ম্যাচ জেতানো ইনিংস। এছাড়া নারী বিগ ব্যাশের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন মুনি।
বছরের শীর্ষ টি-টোয়েন্টি ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড। গতবছর গড়ে প্রতি সাড়ে ৫ বলে একটি করে মোট ৫৯টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। এছাড়া রান করেছেন ১৯৯ স্ট্রাইকরেট ও ৫৩.৫৮ গড়ে। পোলার্ড ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে সিপিএল ও মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে জিতেছেন আইপিএল শিরোপা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা