তামিম (৮) ক্যানসারে আক্রান্ত। তার চিকিৎসা চালাতে মা শিলা বেগম (৩০) হিমসিম খাচ্ছেন। তাই ছেলের সহযোগিতার জন্য সমাজের বিবেকবান মানুষের সহযোগিতা চেয়েছেন তিনি।
শিলা বেগম বলেন, সে জন্ম থেকে সুস্থ ছিল। যখন ২ বছর বয়স তখন তার ঘন ঘন প্রস্রাব হতো। এরপর তার সুন্নতে খৎনা দেয়া হলে ঘা শুকিয়ে যায়। কিন্তু একদিন দেখি রক্ত ঝরছে। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় সদর হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে তার জন্য একটি সিরাপ দেয়। সেটা খাবার পর প্রস্রাব বন্ধ হয়ে যায়। পেট ফুলে যায় এবং প্রস্রাব না বের হয়ে টাটকা রক্ত বের হয়। তখন আমার চিকিৎসকের কাছে যাই। তিনি সঙ্গে সঙ্গে ঢাকায় যাবার জন্য বলেন। ঢাকায় আসার পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দার আল্ট্রাসনো করাই, এক্সরে, রক্ত পরীক্ষা করাই। এগুলো চিকিৎসক বলে আমার ছেলের ক্যানসার হয়েছে। এরপর ঢাকা মেডিকেলে চিকিৎসা হয়। তিন মাস পরে চিকিৎসক বলে আমার ছেলে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে।
তিনি বলেন,তিন মাস সে সুস্থ ছিল। এরপর তার আবার সমস্যা দেখা দেয়। তখন চিকিৎসক জানায়, তার আবার ক্যানসার হয়ে গেছে। এখন জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা চলছে। তার প্রথমবার ১২টা কেমো দিতে হয়েছে। এবার ১৪ টা কেমাে দিতে হবে। কেমো দিতে কখনো পাঁচ হাজার টাকা লাগে। কখনো ২০ হাজার টাকা লাগে।
তিনি জানান, প্রথমে আত্মীয় স্বজনরা সহযোগিতা করত। এখন তারা আর দিতে পারেনা। আকিজ গ্রুপ দুইবার দুইটা কেমোর টাকা দিয়েছে। এখন পর্যন্ত মানুষের কাছে চেয়েই ছেলের চিকিৎসা চালাচ্ছি।
শিলা বেগম বলেন, সবাই যদি অল্প অল্প করে আমার ছেলেটাকে সহায়তা করে তাহলে আমার ছেলেটা বেঁচে যাবে। শিলা বেগমকে সাহায্য পাঠানোর মোবাইল নম্বর : ০১৭৪৬০৩২০৬৬.
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা