আন্তর্জাতিক সম্মেলনে স্বাস্থ্যখাতে বাংলাদেশের ৫টি প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মঙ্গলবার (১২ নভেম্বর) বাংলাদেশ সময় সন্ধা ৭ টায় কেনিয়ার রাজধানী নাইরোবিতে দি নাইরোবি সামিট অন আইসিপিডি : একসেলারেটিং দি প্রমিজ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে মূল আলোচক হিসেবে উপস্থিত থেকে বিশ্ব জনসংখ্যা ও উন্নয়ন সংক্রান্ত বিষয়াদির উপর এই ৫টি প্রতিশ্রুতি তুলে ধনে স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রীর ৫টি প্রতিশ্রুতি হচ্ছে- (১) মাতৃমৃত্যু হার হ্রাসকরণ (২) পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহারের ক্ষেত্রে অপূর্ণ চাহিদার হার হ্রাসকরণ (৩) লিঙ্গভিত্তিক সহিংসতা হ্রাসকরণ (৪) সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি)’র সাথে সংগতি রেখে জনমিত্তিক বৈচিত্র সংক্রান্ত বিষয়াদি মোকাবেলাপূর্বক জনমিত্তিক লভ্যাংশ অর্জন ও (৫) আইপিসিডি এবং এসডিজি অর্জনে দক্ষিণ-দক্ষিণ ও ত্রৈমাসিক সহযোগিতা জোরদারকরণ।
সম্মেলনে বাংলাদেশ সরকারের পক্ষে স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপিসহ আরো ৩ জন সংসদ সদস্য, বাংলাদেশ সরকারের সচিব ও মন্ত্রণালয়ের ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ অংশ নেন।
আরও পড়ুন : আবারো এএলআরডির চেয়ারপারসন হলেন খুশী কবির
কেনিয়ার রাজধানী নাইরেবিতে ১২-১৪ নভেম্বর অনুষ্ঠিতব্য সম্মেলনে কেনিয়া, ডেনমার্ক সরকার ও জাতিসংঘ জনসংখ্যা উন্নয়ন তহবিল (ইউএফপিএ) সম্মেলনটি আয়োজন ও অর্থায়ন করছে। ১৯৯৪ সালে কায়রোতে অনুষ্ঠিত প্রথম জনসংখ্যা ও উন্নয়ন সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন এর ২৫ বছর পূর্তির প্রেক্ষাপটে নাইরোবির এই সম্মেলনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বক্তারা অভিহিত করেন। সম্মেলনে আইসিপিডি প্রোগ্রাম অব একশন (পিওএ) বাস্তবায়নে অগ্রগতি, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয়সহ সার্বজনীন প্রজনন অধিকার, জ্যামিতিক বৈচিত্র ( ডেমোগ্রাফিক ডাইভার্সিটি), লভ্যাংশ, লিঙ্গভিত্তিক সহিংসতা দূরীকরণ প্রভৃতি বিষয়াদির গুরুত্বপূর্ণ দিকগুলোও তুলে ধরা হয়।
সম্মেলনের ১২ নভেম্বর প্রথমদিনে বাংলাদেশের নেতৃবৃন্দ বিভিন্ন সেশনে অংশগ্রহণ করেন এবং পার্টনারশীপ পপুলেশন এন্ড ডেভেলপমেন্ট (পিপিডি) এবং (ইউএনএফএ) এর আয়োজনে সাউথ-সাউথ এন্ড ট্রাঙ্গাগুলার পার্টনারশীপ টু একসেলারেটেড দি আইসিপিডি প্রমিজ শীর্ষক আলোচনাতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি মডারেটর হিসেবেও দায়িত্ব পালন করেন।
সম্মেলনে প্যানেল আলোচক হিসেবে দক্ষিণ আফ্রিকার সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী, চীনের স্বাস্থ্য বিষয়ক মন্ত্রী, গাম্বিয়ার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী, ডেনমার্ক এবং কেনিয়াসহ অন্যান্য দেশের সরকারি প্রতিনিধিসহ বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রধানগণ আইসিপিডি, পিওএ বাস্তবায়নের লক্ষ্যে নানা প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।
ফেসবুক পেজ :
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা