অনলাইন ডেস্ক
মিরপুরে তিন ম্যাচ সিরিজের প্রথমটি টি-টোয়েন্টি ক্রিকেট খেলায় আজ ভারতের নারী দলের মুখোমুখি হবে বাংলাদেশ। এই সিরিজ দিয়ে প্রায় ১১ বছর পর হোম অফ ক্রিকেট মিরপুরে আন্তর্জাতিক ক্রিকেট খেলায় ফিরছে মেয়েরা। ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে সিরিজ জয়ের প্রত্যাশার কথা জানান বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
দুই দলের ১৩ বারের দেখায় ১১ জয় ভারতের।বিপরীতে বাংলাদেশের জয় দু’টি ম্যাচে। বাংলাদেশের বিপক্ষে এই দাপট ধরে রাখতে চায় সফরকারী ভারত। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে রোববার দুপুর ২টায়।
আরোও পড়তে পারেন : সংকটের সময়ে তামিমের হৃদপিণ্ডে স্পন্দন ফিরিয়েছিলেন যিনি