অনলাইন ডেস্ক
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ ছন্দে আছেন কোহলি, করেছেন তিনটি অর্ধশত রান। চার ম্যাচে ১১০ গড় নিয়ে এ পর্যন্ত সংগ্রহ করেছেন ২২০ রান। অক্টোবর মাসে মাত্র ৪টি ইনিংস খেলেছেন কোহলি। তার মধ্যেই আছে পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত ৮২ রানের জাদুকরী ইনিংস। ১৬০ রানের টার্গেটে ৩১ রানেই ৪ উইকেট হারিয়ে লড়াই থেকে একরকম বেরই হয়ে গিয়েছিল ভারত। কিন্তু হাল না ছেড়ে ৫৩ বলে ভিরাট কোহলির খেলা ৮২ রানের ইনিংসে ভর করে স্মরণীয় জয় পায় ভারত। ম্যাচ শেষে সাক্ষাৎকারে কোহলি এই ইনিংসটিকে টি-টোয়েন্টি ফরম্যাটে তার খেলা শ্রেষ্ট ইনিংসের মর্যাদা দেন।
সেরা ক্রিকেটার হতে পেরে নিজেকে গর্বিত মনে করছেন তিনি। বিশ্ব জুড়ে সমর্থকরা যে ভালবাসা দিয়েছেন, তার জন্য সবাইকে ধন্যবাদ জানান কোহলি। সেরা পুরস্কার দলের সাথে ভাগ করে নিতে চান ভারতীয় এই ব্যাটার। তিনি বলেন, এই সম্মাননা দারুণ গর্বের। বিশ্বজুড়ে সমর্থকদের ভোটে নির্বাচিত হতে পারাটা আমার কাছে আরও বিশেষ। আমার সাথে আরও যারা মনোনীত হয়েছিলেন তাদের প্রতিও শ্রদ্ধা। সেই সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার সতীর্থদের, তারাই আমাকে এমন পারফর্ম করার সুযোগ দিয়েছে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা