অনলাইন ডেস্ক
রোববার (৯ জানুয়ারি) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২ নং ওয়ার্ডে গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তৈমুর বলেন, নির্বাচন নিয়ে আমি নতুন শঙ্কায় আছি। প্রশাসন থেকে কোনও সহায়তা পাচ্ছি না, উল্টো আমাদের লোকজনদেরকে হুমকি দেওয়া হচ্ছে। যারা আমার নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছে তাদের বাড়িতে পুলিশ তল্লাশি চালাচ্ছে। গতকাল রাতেও ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ ৷ বাড়ি বাড়ি গিয়ে পুলিশ হুমকি দিচ্ছে নৌকার নির্বাচন করার জন্য।
শামীম ওসমান ও আওয়ামী লীগের সমর্থন প্রসঙ্গে তৈমুর বলেন, আমি কোনও দলের সাপোর্টে নির্বাচন করছি না। আমি তো আওয়ামী লীগেরও ভোট চাই। প্রধানমন্ত্রীর দোয়া ও সমর্থন চাই। আমি সবার ভোট চাই। যাদের নাম আপনারা বলছেন, তারাও তো শহরের ভোটার, তারা জনপ্রতিনিধিত্ব করছেন। আমি তো তাদের ভোট ও সমর্থন চাইতেই পারি।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আইভী প্রসঙ্গে তৈমুর বলেন, তাকে (আইভী) নাকি কেউ সাপোর্ট দেয় না, এখানে আমি কী করব। তাদের এমপি, দলের নেতাকর্মীরা যদি তাকে সাপোর্ট না দেয়, সেটা আমার কি করার আছে। সিটি করপোরেশনে অতিরিক্ত তিন-চারগুণ ট্যাক্স দিতে গিয়ে তো তারাও ভুক্তভোগী। আর আমি একজন প্রার্থী হিসেবে সবার ভোটই চাইব।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা