সাপের ছানার বিষ
ভয়ানক বেশি নাকি
বড়সড় সাপের চেয়েও
এ তথ্য বহুবার পড়েছি
যদিও,
আজই প্রথম এটা মনে পড়ে গেলো-
ললনা-সাপের বিষে
কতটা যে কী আছে তা
আজ অবধি জানা হয়নি
ভুলে।
চোখ জোড়া হুট করে
আটকে যাওয়াতে আজ
ছদ্মবেশধারী এক
সর্পিণীর বুকে,
আজই প্রথম এটা মনে হলো-
জেনে গেছি,
ডাব হাতে ট্রাম হতে
তিন হাত দূরে কেন
অসময়ে থামলেন
আমাদের পরিচিত
লাবণ্যের বর।
কতো আর হবে ঠিক
সময় তখন;
মনে হয় বড়জোর
সাড়েতিন ঘটিকার মতো।
বিকেলের রোদমাখা কটি
দেখে মনে হলো আজই
প্রথম-
হবে এটা,
ধীরগামি শকটের
অয়োময় ঢেউয়ের
আঘাতে
হৃদয় ভাঙার ঠিক তিন
পল আগে
দিয়েছিলো ধরা তাঁর মনে
ঘোর লাগা কোনও এক
কবিতার অপরূপ রেখা;
বনলতা সেন এসে
সোনাগলা রোদের
আলোতে
মধুর-মরণ হয়ে শেষবার
তাঁর সাথে করেছিলো দেখা।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা