৭ ফেব্রুয়ারি চ্যানেল আইতে মিউজিক অ্যাওয়ার্ডের জমকালো আসর প্রচারিত হবে বিকেল ৫টায়।। গত ৩০ জানুয়ারি সিলেট হবিগঞ্জের দ্যা প্যালেসে রাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত গেলো ১৪তম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের জমকালো আসর।
অনুষ্ঠানের বেশিরভাগ সময়জুড়েই ছিলো রেজওয়ানা চৌধুরী বন্যা, ফেরদৌস আরা, কুমার বিশ্বজিৎ, মানাম আহমেদের প্রাণবন্ত সঙ্গীত পরিবেশন। এ ছাড়া নৃত্য পরিবেশন করে একদল নৃত্যশিল্পী। এই আয়োজনে দুটি বিশেষ সম্মাননা প্রদান ছাড়াও মোট ১২টি ক্যাটাগরিতে সমালোচক পুরস্কার প্রদান করা হয়।
বাংলাদেশের গানের জগৎ যখন এক ক্রান্তিকাল অতিক্রম করছিল ঠিক সেই সময় দেশের সুস্থ ধারার সঙ্গীতকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ২০০৪ সালে শুরু হয়েছিল দক্ষিণ এশিয়ার সবচাইতে বড় আয়োজন ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস। এ আসরটি চ্যানেল আইতে দেখানো হবে ৭ ফেব্রুয়ারি।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা