অনলাইন ডেস্ক
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিএনপি’র পক্ষ থেকে হাতে নেয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি। এর অংশ হিসেবে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয় সামনে থেকে র্যালি বের করে জাতীয়তাবাদী মহিলা দল। র্যালিতে অংশ নেয় বিএনপি’র কেন্দ্রীয় থেকে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
র্যালির আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখে বিএনপি নেতারা। বলেন, গত ১৫ বছরে দেশের নারী শিশু কেউ নিরাপদ ছিল না। ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনা দেশের সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। মব জাস্টিস নিয়ে বর্তমান সরকারের সমালোচনা করেন তারা। এসময় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেন।
এর আগে সকালে দলটির পক্ষ থেকে নারী দিবস উপলক্ষে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির সিনিয়ার যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। নিষিদ্ধ সংগঠন দেশে কিভাবে তাদের কার্যক্রম চালায় সে বিষয়ে তিনি প্রশ্ন রাখেন। বলেন এর জবাব সরকারকেই দিতে হবে।
এদিন জাতীয় প্রেসক্লাবে তারেক রহমানের ১৯তম কারাবন্দি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে উত্তরবঙ্গ ছাত্র ফোরাম। এতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, দেশে ঘোলা পানি তৈরি করা হচ্ছে যাতে পতিত সরকার আবার এসে রাজনীতি করতে পারে।
তিনি বলেন, আগামী নির্বাচন বিএনপির জন্য অনেক কঠিন হবে। কারণ বিগত দিনের ষড়যন্ত্রের কুশীলভ এখনো সক্রিয় রয়েছে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা