সারফেস ল্যাপটপ ৩ আনতে যাচ্ছে মাইক্রোসফট। আগামী ২ অক্টোবর নিউইয়র্কে আয়োজন করা হবে সার্ফেস হার্ডওয়্যার ইভেন্টের। সেখানেই ল্যাপটপটি উন্মোচন করা হবে।
১৫ ইঞ্চি ল্যাপটপটির অ্যাস্পেক্ট রেশিও হবে ৩:২। এবারই প্রথমবারের মতো এডিএমের তৈরি ১২ ন্যানোমিটার প্রসেসরসহ আসবে সারফেস ল্যাপটপ। এতে অষ্টম ও দশম প্রজন্মের ইন্টেল সিপিইউ থাকতে পারে। এর বাইরে ল্যাপটপটি সম্পর্কে আর কোনো তথ্য পাওয়া যায়নি।
সারফেস ল্যাপটপ ৩ ছাড়াও, আরও কিছু ডিভাইস আনতে পারে মাইক্রোসফট। এবার সারফেস প্রো ৭ এর দেখা মিলতে পারে।
সারফেস প্রো ৭ পাঁচটি ভিন্ন সংস্করণে আসতে পারে। সবচেয়ে কম দামি সংস্করণটিতে থাকবে ইন্টেল কোর আই৩ প্রসেসর, ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। সবচেয়ে দামি সংস্করণটিতে পাওয়া যাবে ইন্টেল কোর আই৭ প্রসেসর, ১৬ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ।
এছাড়াও ওয়্যারলেস মাউস ও কিবোর্ড আনার ঘোষণা দিতে পারে মাইক্রোসফট।
NB:This post is collected from techshohor.com
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা