২৪ ঘণ্টার ব্যবধানে ক্রিকেট ও ফুটবলে হতাশা। চট্টগ্রাম টেস্টে আফগানিস্তানের কাছে লজ্জাকর হার মেনেছেন সাকিবরা। পরের দিন একই দেশের কাছে বিশ্বকাপ বাছাইপর্বে জামাল ভূঁইয়ারা হেরে গেছেন। ব্যবধান ১-০ হলেও হার হারই। বড় দুই খেলার হতাশার মধ্যেও স্বস্তি এনে দিয়েছে বাংলাদেশ নারী হকি দল। ফুটবলারদের হারের দিনে আন্তর্জাতিক হকির ইতিহাসে প্রথম জয় পেয়েছে বাংলাদেশের নারীরা। সিঙ্গাপুরে অনুষ্ঠিত ম্যাচে রিতু খানমরা ২-০ গোলে জিতে ইতিহাসের পাতায় ঠাঁই পেয়ে গেলেন। ক্রিকেট ও ফুটবলের পর হকিতেও আন্তর্জাতিক ম্যাচে নারীরা জয় পেল। এয়ার এশিয়া উইমেন্স অনূর্ধ্ব-২১ টুর্নামেন্টে বাংলাদেশের অভিষেক হয় সোমবার। রাউন্ড রবিন লিগে বাংলাদেশ প্রথম ম্যাচে ৩-০ গোলে হারে শক্তিশালী সিঙ্গাপুরের কাছে। ইতিহাস লিখতে অপেক্ষায় থাকতে হয়নি রিতু খানমদের। পরের ম্যাচে শ্রীলঙ্কাকে ২-০ ব্যবধানে হারিয়ে দেশকে আনন্দে ভাসিয়েছে তারা। শুরু থেকে ম্যাচে প্রাধান্য বিস্তার করলেও কাক্সিক্ষত গোলের দেখা পাচ্ছিল না বাংলাদেশ। একের পর এক আক্রমণ করে শ্রীলঙ্কাকে দিশাহারাও করে রাখে। অবশেষে তৃতীয় কোয়ার্টারে বাংলাদেশের শিবির উল্লাসে মেতে ওঠে। ২৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন তারিন আক্তার খুশি। চতুর্থ ও শেষ কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান দ্বিগুণ করেন ফারদিয়া আক্তার রাত্রি। জয়ের পর কোচ তরিকুজ্জামান নান্নু বলেন, মেয়েদের পারফরম্যান্সে আমি খুশি। অল্পদিনেই ওরা গুছিয়ে নিয়েছে। আশা করি সামনের ম্যাচগুলোতেও জ্বলে উঠবে। আগামীকাল বাংলাদেশ তৃতীয় ম্যাচ খেলবে হংকংয়ের বিপক্ষে। ১৯৮৫ সালে নারী দল প্রথম গঠন হয়। গতবছর ঢাকা একাদশ নাম দিয়ে আবারও নারী দল গঠন হয়। কিন্তু এই প্রথম আন্তর্জাতিক ম্যাচে অংশ নিচ্ছে বাংলাদেশ। NB:This post is collected from bd-pratidin.com