নতুন ট্যাবলেট বাজারে আনার ঘোষণা দিয়েছে স্যামসাং। ট্যাবটির মডেল গ্যালাক্সি ট্যাব এস৬।
ট্যাবটিতে আছে সাড়ে ১০ ইঞ্চি ডিসপ্লে। রেজুলেশন ২৫৬০ বাই ১৬০০ পিক্সেল। স্ন্যাপড্রাগন ৮৫৫ এর গতি ২.৮৪ গিগাহার্জ। ব্যাটারির শক্তি ৭০৪০ এমএএইচ। পেছনের ক্যামেরায় আছে ১৩ মেগাপিক্সেল এবং ৫ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। ৫ দশমিক ৭ মিলিমিটার ট্যাবটির ওজন ৪২০ গ্রাম।
ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে ট্যাবটিতে। এর আগে স্যামসাংয়ের কোনো ট্যাবে এই প্রযুক্তি দেখা যায়নি। ট্যাবটিতে হেডফোন জ্যাক নেই তবে এস পেন আছে। এটি চুম্বকের সাহায্যে ট্যাবের সঙ্গে আটকে থাকবে।
ট্যাবটিকে কম্পিউটারের মতো ব্যবহার করতে চাইলে আলাদাভাবে কেনা যাবে বুক কভার কিবোর্ড। এর জন্য খরচ করতে হবে ১৮০ ডলার।
৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম ৬৪৯ ডলার। ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৭২৯ ডলার।
ট্যাবটি পাওয়া যাবে মাউন্টেন গ্রে , ক্লাউড ব্লু ও রোজ ব্লাশ রঙে। গ্যালাক্সি ট্যাব এস৬ এর প্রিঅর্ডার শুরু হবে ২৩ আগস্ট থেকে। বাজারে আসবে ৬ সেপ্টেম্বর।
আইপ্যাডের চাহিদা থাকলেও অ্যান্ড্রয়েড ট্যাবলেটের বাজার এখন প্রায় মরমর। এ অবস্থায় নতুন ট্যাবলেটের ঘোষণা দিয়ে সবাইকে চমকে দিয়েছে স্যামসাং।
NB:This post is copied from techshohor
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা