অনলাইন ডেস্ক
বুধবার ( ২ মার্চ) ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এসসা ইউসেফ এসসা আল দুহাইলানক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের আমন্ত্রণে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফর করবেন। সে সময় দুই দেশের দ্বিপক্ষীয় সহযোহিতা নিয়ে আলোচনা হবে।
এর আগে ২০১৬ সালের মার্চে সৌদি আরবের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবেইর ঢাকা সফর করেন। এবার প্রায় ছয় বছর পর সৌদির কোনো পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন।
রাষ্ট্রদূত বলেন, ‘সৌদি বড় কোম্পানিগুলো বাংলাদেশে আসতে চায়, কিন্তু কোভিডের জন্য এবং সরকারের কিছু নিয়মের জন্য দেরি হচ্ছে।’
বিনিয়োগের বিষয়ে বাংলাদেশ আগ্রহী জানিয়ে তিনি বলেন, ‘নিকট ভবিষ্যতে ২৩টি বড় কোম্পানি একসঙ্গে বাংলাদেশে আসবে বলে আশা করা হচ্ছে।’
গতমাসে সৌদি শিল্প মন্ত্রণালয় এবং বাংলাদেশের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের মধ্যে ভার্চুয়াল মিটিং হয়েছে এবং সেখানে বিনিয়োগ নিয়ে বড় ধরনের আলোচনা হয়েছে বলে তিনি জানান।
তিনি বলেন, সৌদি আরব বাংলাদেশে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য চিন্তাভাবনা করছে। কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলাসহ ঢাকা ও পায়রা বন্দরের মধ্যে রেল সংযোগ নির্মাণে বিনিয়োগের সুযোগ বিবেচনা করছে।
রাষ্ট্রদূত বলেন, সৌদি এসিডব্লিউএ পাওয়ার ইতিমধ্যে ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ৬০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে এবং বাংলাদেশে মোট ৩.৫ বিলিয়ন বিনিয়োগের প্রস্তাব করেছে।
তিনি বলেন, সৌদি রেড সি গেটওয়ে টার্মিনাল বাংলাদেশে ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চায়।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা