রাজধানী সবুজবাগ মায়াকানন এলাকার একটি বাসার সামনে থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় পড়ে থাকা নবজাতক কন্যাসন্তানকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নবজাতক বিভাগে ভর্তি করেছেন সবুজাবাগ থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমান। তিনি বলেন, কে বা কারা মায়াকানন এর একটি বাসার সামনে ওই নবজাতকটি রেখে যায়। পরে আশপাশের লোকজন নবজাতকটি দেখে পুলিশকে খবর দেয়। পরে আমরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। নবজাতক বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মনিষা ব্যানার্জী বলেন, কন্যাশিশুটি আমাদের বিভাগে ভর্তি রয়েছে। শিশুটির ত্রুটি রয়েছে, ঠোঁট কাটা তালু কাটা। এ ছাড়া প্রাথমিকভাবে মনে হচ্ছে শারীরিকভাবে সুস্থ রয়েছে। এ ছাড়াও অন্যকোনো সমস্যা রয়েছে কি-না, পরীক্ষা-নিরীক্ষা করানো হচ্ছে। তিনি বলেন, বর্তমানে শিশুটিকে নল দিয়ে দুধ খাওয়ানো হচ্ছে।
NB:This post is copied from kalerkantho
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা