অনলাইন ডেস্ক
সিইসি বলেন, নির্বাচন পেছানোর কোন সুযোগ নেই। এসময় মার্কিন রাষ্ট্রদূত বলেন, অবাধ ও সহিংসতামুক্ত নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে শর্তহীন সংলাপের বিকল্প নেই।
দেশে রাজনৈতিক অস্থিরতার মধ্যেই চলছে দ্বাদশ জাতীয় নির্বাচনের প্রস্তুতি। সংবিধান অনুযায়ী সকল প্রস্তুতি চলছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
ভোটের আয়োজন নিয়ে অংশীজনদের সাথে হয়েছে মতবিনিময়। বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথেও আলোচনা চলছে।
মঙ্গলবার নির্বাচন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাত করেন বাংলাদেশে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাস। সোয়া এক ঘন্টা চলা বৈঠকে সমসাময়িক নানা ইস্যুতে আলোচনা হয়।
বৈঠক শেষে আমেরিকার রাষ্ট্রদূত সাংবাদিকদের জানান, ভোটে নির্বাচন কমিশনের স্বচ্ছতা এবং নিরপেক্ষতা থাকবে বলে প্রত্যাশা করে যুক্তরাষ্ট্র।
পরে প্রধান নির্বাচন কমিশনার বলেন, সংবিধান অনুযায়ি নির্ধারিত সময়ের মধ্যে অবশ্যই নির্বাচন অনুষ্ঠিত হবে।
সিইসি বলেন, কমিশন নির্বাচনে সব দলের অংশগ্রহণ চায়।
সংলাপের মাধ্যমে বিরাজমান রাজনৈতিক সংকটের সমাধান হবে বলে আশা প্রকাশ করেন দুজনই।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা