অনলাইন ডেস্ক
এসময় কাজী জাফর উল্লাহ বলেন, নির্বাচন কমিশন এর বিধি এবং দলীয় গঠনতন্ত্র অনুসরণ করে আওয়ামী লীগ দলীয় কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ১৯৭২ এর অধ্যায় ৩ক অনুচ্ছেদ ১১এর বিধি ৪৪গগগ অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ার ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিটি রাজনৈতিক দলকে নির্বাচনী ব্যয় বিবরণী দাখিল করতে হয়। সে মোতাবেক ৭ই জানুয়ারি ২০২৪ তারিখে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনী ব্যয় বিবরণী দাখিল করেছে।
আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান জানান, ২শ’র অধিক আসনে প্রার্থী দেয়ার কারণে আওয়ামী লীগের দলীয়ভাবে নির্বাচনী ব্যয়ের সীমা সর্বোচ্চ ছিলো ৪ কোটি ৫০ লক্ষ টাকা। এর মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট নির্বাচনী ব্যয় হয়েছে ২ কোটি ৭৬ লক্ষ ৭৮ হাজার ১শ ২০ টাকা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই ব্যয় ছিলো ১ কোটি ৫ লক্ষ ৫৭ হাজার ৬ শত ৩৮ টাকা। আওয়ামী লীগ দলীয় তহবিল থেকে ব্যয় নির্বাহ করেছে।
এইচ এন আশিকুর রহমান জানান, নির্বাচনী সভা-সমাবেশ, প্রচারণায় এই টাকা ব্যয় হয়েছে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা