অনলাইন ডেস্ক
শোনা যাচ্ছে, পাঠানের প্রচারের সময় থেকেই বিভিন্ন জায়গা থেকে হত্যার হুমকি দেয়া হচ্ছিল শাহরুখকে। এমনকি সোশ্যাল মিডিয়াতেও তাকে হুমকি দেয়া হয়েছে বলে জানা গেছে। তাই তার সুরক্ষার স্বার্থে ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তা দেয়া হয়েছে।
এতদিন পর্যন্ত সুরক্ষার জন্য অভিনেতার সঙ্গে সব সময় দু’জন পুলিশ কনস্টেবল উপস্থিত থাকতেন। তবে তার নিরাপত্তা বাড়ানোয় এখন থেকে মোট ১১ জন নিরাপত্তারক্ষী থাকবেন শাহরুখের সঙ্গে। তাদের মধ্যে ছয়জন হলেন সশস্ত্র পুলিশ কমান্ডো। এই ছয় জনকে মহারাষ্ট্র পুলিশের ‘স্পেশ্যাল প্রোটেকশন ইউনিট’ থেকে নির্বাচন করা হবে। যাতায়াতের জন্য একটি বিশেষ গাড়িও দেয়া হবে শাহরুখকে।
এছাড়াও শাহরুখের বাংলো ‘মান্নাত’ এর সামনে সুরক্ষার জন্য ২৪ ঘণ্টা ৪ জন পুলিশকর্মীকে মোতায়েন করা হবে। তাদের সঙ্গে একে-৪৭ রাইফেল, গ্লক পিস্তল এবং এম-পি ৫ মেশিন গান থাকবে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, শাহরুখের পাশাপাশি সালমান খানকেও ‘ওয়াই প্লাস’ ক্যাটেগরির নিরাপত্তা দেয়া হয়। তাছাড়া অমিতাভ বচ্চন, আমির খান এবং অনুপম খেরের মতো তারকা ‘এক্স’ ক্যাটেগরির নিরাপত্তা বলয়ে থাকেন। এই ক্যাটেগরি অনুযায়ী অভিনেতাদের সঙ্গে ২৪ ঘণ্টা তিনজন নিরাপত্তারক্ষী সবসময় সতর্ক অবস্থানে থাকেন। তবে শাহরুখ খানকে হত্যার হুমকিদাতাকে এখনও শনাক্ত করা যায়নি।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা